TRENDING:

Rooftop Restaurants Closed in Kolkata: কলকাতার সব রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ! মেছুয়া কাণ্ডের জেরে বড় সিদ্ধান্ত পুরসভার

Last Updated:

গত মঙ্গলবার কলকাতার মেছুয়ার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়৷ এই ঘটনার পরই হোটেল কর্তৃপক্ষের পুরসভা এবং দমকলের একাধিক নিয়ম না মানার অভিযোগ উঠেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মেছুয়ার হোটেলে অগ্নিকাণ্ডের জেরে কঠোর পদক্ষেপ নিল কলকাতা পুরসভা৷ কলকাতা পুরসভা এলাকায় কোনও রুফ টপ রেস্তোরাঁ রাখা যাবে না বলে জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ এই মর্মে খুব শিগগিরই পুর কর্তৃপক্ষ নোটিফিকেশন জারি করবে বলেও জানিয়েছেন মেয়র৷
কলকাতায় বন্ধ সব রুফটপ রেস্তোরাঁ৷ ছবি- bluenbeyond/Facebook
কলকাতায় বন্ধ সব রুফটপ রেস্তোরাঁ৷ ছবি- bluenbeyond/Facebook
advertisement

শুধু রুফ টপ রেস্তোরাঁ নয়, ফিরহাদ হাকিম জানিয়েছেন কোনও বহুতলেরই ছাদ দখল করে কিছু করা যাবে না অথবা ছাদ বিক্রি করা যাবে না৷ যে কোনও বহুতলের ক্ষেত্রেই ছাদ ‘কমন প্লেস’ বলে জানিয়েছেন মেয়র৷ কলকাতা পুরসভার বিল্ডিং রুল অনুযায়ী ১৭০/৪ ধারায় ছাদ কেউ দখল করতে পারবেন না বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ৷

advertisement

আরও পড়ুন: সল্টলেকের রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, পর পর বিস্ফোরণ! এলাকায় আতঙ্ক

মেয়র বলেন, আমাদের লোকবল অনেক কম৷ নাগরিকের অনেক দায়িত্ব থাকে৷ ফলে তাঁদের সেই দায়িত্ব পালন করতে হবে৷ ছাদ হল ‘কমন প্লেস’৷ তা বিক্রি বা দখল করে রাখা যায় না৷ কলকাতায় যতগুলি রুফটপ রেস্তোরাঁ চলছে, অবিলম্বে সেগুলি বন্ধ করে পরিকাঠামো সরিয়ে ফেলতে হবে বলেও জানিয়েছেন মেয়র৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শ্যামাপুজোয় এবার ঘুরে আসুন গুজরাত, বার্নপুরের থিমে ফুটে উঠেছে খোদালধাম
আরও দেখুন

গত মঙ্গলবার কলকাতার মেছুয়ার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়৷ এই ঘটনার পরই হোটেল কর্তৃপক্ষের পুরসভা এবং দমকলের একাধিক নিয়ম না মানার অভিযোগ উঠেছে৷ হোটেলে অগ্নিকাণ্ডের এই ঘটনার পরই তৎপর হয়েছে পুর কর্তৃপক্ষ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Rooftop Restaurants Closed in Kolkata: কলকাতার সব রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ! মেছুয়া কাণ্ডের জেরে বড় সিদ্ধান্ত পুরসভার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল