সম্পূর্ণ বাড়িটি ভেঙে পাথরঘাটায় পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে বলে পুরসভার সিদ্ধান্ত। বাড়িটি লিফটিং না করা হলে অদূর ভবিষ্যতে কোন ক্ষতি হতো না বলেই মনে করছেন তদন্তকারী প্রযুক্তিবিদরা।
advertisement
নরম মাটির উপর কনস্ট্রাকশন হলে অনেক ক্ষেত্রেই বাড়ি হেলে (এই ঘটনাকে সিভিল ইঞ্জিনিয়ারের ভাষায় সেটেলমেন্ট বলে) যায় এরকম অবস্থায় সেই বাড়ি থাকলেও কোন কাঠামোর ক্ষতি হয় না। কলকাতায় এরকম বাড়ি অনেক রয়েছে। ২০০৮-০৯ সালে এই বাড়িটি তৈরীর কাজ শুরু হয়। ১৫ বছরের এই বাড়িটির মেটেরিয়াল এখনও স্ট্রং রয়েছে বলেই মনে করছেন প্রযুক্তিবিদরা।
বাড়িটি সামান্য হেলে থাকা অবস্থা এবং অল্প বৃষ্টিতেই ওই এলাকায় জল জমে যায় এই দুই সমস্যার সমাধানের জন্যই বাড়িটি লিফটিং করতে চেয়েছিলেন বাসিন্দা ও প্রোমোটার।
লিফটিং করার সময় কোন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে ছিলেন না। বা সেই পরামর্শ অনুযায়ী কাজ করা হয়নি। অদক্ষ শ্রমিক দিয়ে কাজ করার ফলেই এই বিপত্তি বলে মনে করছেন পুরসভার প্রযুক্তিবিদরা।
Biswajit Saha