অন্যদিকে সামনে এসেছে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ। সিগন্যালে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন সৌমেন মণ্ডল। পাশে ছিল আরও একটি বাইক। পিছনে দাঁড়িয়ে ছিল সাদা রঙের একটি গাড়ি। আচমকা পাশ থেকে সজোরে এসে সৌমেনের বাইকে ধাক্কা মারে একটি কালো গাড়ি। টেনে নিয়ে যায় রাস্তার পাশের রেলিংয়ে। তার পরেই গাড়িতে বিস্ফোরণ। দুর্ঘটনায় মৃত বাইক আরোহীর পরিবারের লোকজন দুর্ঘটনাস্থলের সামনে আসেন। পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তাঁরা। অভিযোগ, গতকাল রাত থেকেই হয়রানির শিকার হচ্ছেন। কেন এখনও পর্যন্ত গাড়ি চালককে গ্রেফতার করা হল না সেই প্রশ্ন উঠেছে। দুর্ঘটনাস্থল ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে।
advertisement
বুধবার সন্ধ্যায় সল্টলেক এবং কেষ্টপুরকে সংযোগকারী ৮ নম্বর ব্রিজের উপর এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক ডেলিভারি বয়ের। সল্টলেকে প্রবেশ করার মুখে একটি দ্রুতগামী চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক ডেলিভারি বয়কে সরাসরি ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে ওই যুবক বাইক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশের রেলিংয়ের উপর পড়েন এবং দুর্ভাগ্যবশত রেলিংয়ের একটি অংশ তাঁর পায়ে গেঁথে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, এখানেই শেষ হয়নি ভয়াবহতা। ধাক্কা মারার পর গাড়িটি নিয়ন্ত্রণহীন অবস্থায় ওই রেলিংয়ের দিকেই ফের যায় এবং রেলিংয়ে আটকে থাকা যুবককে দ্বিতীয়বার ধাক্কা মারে। এর পরেই গাড়িটির সামনের অংশে আগুন লেগে যায়। নিমেষের মধ্যে সেই আগুন বিধ্বংসী রূপ নেয় এবং গাড়ির পাশেই আটকে থাকা ওই ডেলিভারি বয়ের শরীরকে গ্রাস করে। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর।