TRENDING:

Kavach: হাওড়া-দিল্লি রুটেই প্রথম ব্যবহার হবে ‘কবচ’, কাজ শুরু কিছুদিনেই

Last Updated:

Kavach by Indian Railways: দুর্ঘটনা এড়াতে ভারতীয় রেলের নয়া ‘মেড ইন ইন্ডিয়া’ প্রযুক্তি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেটেই ঘোষণা করেছেন, রেলযাত্রাকে আরও সুরক্ষিত করতে ২০০০ কিলোমিটার রেলপথে ব্যবহার হবে ‘কবচ’ (Kavach) প্রযুক্তি। কিন্তু কী এই কবচ? বিশ্বের প্রথম সারির দেশে ইতিমধ্যেই এই প্রযুক্তির ব্যবহার রয়েছে। ভারতের ক্ষেত্রে সম্পূর্ণ দেশীয় ভাবে তৈরি এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে ‘কবচ’। মূলত দুই ভাগে কাজ করবে এই প্রযুক্তি। একটি অংশ থাকবে ট্র্যাকের সঙ্গে যুক্ত, অন্যটি লোকোমোটিভ (Kavach by Indian Railways)।
ভারতীয় রেল অনেক ধরনের হয়। আর ট্রেনে চড়ে যাতায়াতের সময় আপনিও নিশ্চই লক্ষ্য করে থাকবেন যে ট্রেনে বগিও বিভিন্ন ধরণের হয়।
ভারতীয় রেল অনেক ধরনের হয়। আর ট্রেনে চড়ে যাতায়াতের সময় আপনিও নিশ্চই লক্ষ্য করে থাকবেন যে ট্রেনে বগিও বিভিন্ন ধরণের হয়।
advertisement

আরও পড়ুন-আজ দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে

দুটি অংশ পরস্পরের মধ্যে যোগাযোগ রেখে চলবে। ফলে লোকো পাইলট বা অন্য রেলকর্মী ভুল করলেও কোনওভাবেই সিগন্যাল অতিক্রম করবে না ট্রেন। মানুষের ভুল কমাতেই এই প্রযুক্তির ব্যবহার। এই প্রযুক্তি ব্যবহারে রেল বেলাইন হওয়ার মতো ঘটনা কমানো যাবে বলেই রেলকর্তাদের একাংশের মত। হাওড়া-দিল্লি রুটে বেশি গতির ট্রেন চালাতে চাইছে রেল। সেই পথে এই প্রযুক্তি ব্যবহার হবে। আগামী তিন বছরের মধ্যেই এই পথের পূর্ব রেলের যে ২৬০ কিমি অংশ পড়ে, তাতে কবচ প্রযুক্তির সম্পূর্ণ হয়ে যাবে। এমনকী, শিয়ালদহ ও হাওড়া শাখার ৩২৭ কিলোমিটার ট্র্যাকেও ব্যবহার হবে এই কবচ প্রযুক্তি।

advertisement

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানিয়েছেন, ‘‘আগামী দিনে ধাপে ধাপে এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়ে যাবে। এটা হতে চলেছে একটি নির্ভুল প্রযুক্তি।’’

‘কাওয়াচ’ বা ‘কবচ’ সিস্টেম কি? এটি একটি অ্যান্টি-কলিশন ডিভাইস (ACD) নেটওয়ার্ক। রেডিও কমিউনিকেশন, মাইক্রোপ্রসেসর এবং গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) প্রযুক্তির উপর ভিত্তি করে এটি কাজ করে। ডেভেলপারদের দাবি, এটি ভারতীয় রেলকে 'জিরো দুর্ঘটনা'-র লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

advertisement

আরও পড়ুন-স্ত্রীকে খুন করে তার কাটা মুণ্ডু হাতে রাস্তায় ঘুরে বেড়াল স্বামী ! ইরানের ভয়ঙ্কর দৃশ্য ভাইরাল

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

দুটি ট্রেন কাছাকাছি এলে, প্রযুক্তিটি তাদের একে অপরের গতিপথ সঠিকভাবে মূল্যায়ন করতে সাহায্য করবে। প্রয়োজন হলে এটি একটি 'স্বয়ংক্রিয়' ব্রেকিং অ্যাকশন শুরু করতে সাহায্য করবে। যদি তাদের 'সংঘর্ষের ঝুঁকি' রয়েছে বলে মনে করা হয়, সেক্ষেত্রে স্বংক্রিয়ভাবে ব্রেকিং বা সতর্কতা পাঠানো হবে। দেশীয় এই অ্যান্টি-কলিশন প্রযুক্তি SIL4 সার্টিফায়েড। এর মানে ১০ হাজার বছরে একটি একক ত্রুটির সম্ভাবনা রয়েছে। এমনটাই বলছে প্রবাবিলিটির অঙ্ক।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kavach: হাওড়া-দিল্লি রুটেই প্রথম ব্যবহার হবে ‘কবচ’, কাজ শুরু কিছুদিনেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল