সিবিআই ওএমআর শিট কারচুপি মামলায় তাঁকে গ্রেফতার করে। কৌশিক মাজিকে নিজামে তলব করা হয় মঙ্গলবার। বয়ানে অসঙ্গতি থাকায় গ্রেফতার করা হয়।
সিবিআই সূত্রে খবর, ওএমআর শিটে yes, no-এর জায়গায় yes করে দিত সে, omr এর কারচুপি করে অনেকের চাকরি করিয়েছে বলে অভিযোগ। এর আগে নিজামে কৌশিক মাজিকে তলব করা হয়েছিল। তিনি এসেছিলেন।
advertisement
আরও পড়ুন- হাই কোর্ট জানিয়ে দিল, শুরু হতে পারে কাউন্সেলিং, শিক্ষক নিয়োগের প্রস্তুতিতে SSC
এমনকী সোমবার পার্থ সেন গ্রেফতারেরের সময় কৌশিক সাক্ষী দেন। মঙ্গলবার সেই নিজাম প্যালেসে কৌশিককে তলব করা হয়। বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় গ্রেফতার করে সিবিআই।
কৌশিক মাজি অভিযুক্তর আইনজীবী দিব্যেন্দু ভট্টাচাৰ্যর আবেদন, সোমবার ” এস রায় বসু কোম্পানি” এর পার্থ সেন গ্রেফতারের সময় কৌশিক সাক্ষী দেন। পার্থ সেনের বন্ধু হন কৌশিক।
কৌশিক ( s bosu ray ) একমাত্র জীবিত পার্টনার। ডিরেক্টর এখন কৌশিক। যদিও এটা এখন inactive অবস্থায় আছে। এই কোম্পানিতে অনেক ডিরেক্টর ছিলেন।
অশোক মাঝি কৌশিক মাঝির বাবা। ইনিও কোম্পানি পার্টনার ছিলেন।গৌতম মুখার্জী, কৌশিক মাঝি ও তার বাবা অশোক মাঝি এরাই কোম্পানি দেখতেন। কিন্তু দুজনের মৃত্যুj পরে এখন inactive অবস্থায় আছে কোম্পানি।
গত বছর জানুয়ারিতে অশোক মাজির মৃত্যু হয়। এর পর কৌশিক ও গৌতম কোম্পানির দায়িত্বতে ছিল। ২০২২ নভেম্বর মাসে গৌতম মুখার্জীর মৃত্যু হয়। দুজনের মৃত্যু পরে কৌশিক এই কোম্পানি দেখভাল করতেন।
তবে এখন তা inactive অবস্থায় পরে আছে। কৌশিককে যত বার ডাকা হয়েছে সিবিআইতে, তিনি এসেছেন নিজামে। এমনকী সাক্ষী হিসাবে সই করেছে পার্থ সেন গ্রেফতারের সময়।
আরও পড়ুন- ‘কাজের সব হিসাব দিয়েছি, কথা দিয়ে কথা রাখি আমি!’ বললেন অভিষেক
কৌশিকের ক্ষমতা নেই কাউকে চাকরি দেওয়া বা নেওয়া। এমনটাই দাবি অভিযুক্তর আইনজীবীর। পাল্টা সিবিআই-এর তরফে সরকারি আইনজীবী আবেদন, কৌশিকের কোনো ক্ষমতা নেই বলছেন, অথচ ক্রাইমকে ফেসিলিটেড করেছেন।অযোগ্য প্রাথীদের চাকরি পাইয়ে দিতেন omr কারচুপি মাধ্যমে।
টাকা সংগ্রহ বিষয় এক এক জনের এক এক রকম ছিল। তাপস, কুন্তলের প্রসঙ্গ বলা হয়। এজেন্ট, সাব এজেন্ট মারফত টাকা আসত। চাকরি দেওয়ার পরে যে এভিডেন্স থাকে সেই প্রমাণও মিটিয়ে ফেলা হত।
দুর্নীতিতে অনেকে জড়িত। একে অন্যর সঙ্গে জড়িত। এক জনের তদন্ত যখন দেখা যাচ্ছে আরেকজন এর সাথে জড়িত। কৌশিক মাঝিকে ১৯ অক্টোবর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত।
ARPITA HAZRA