SSC Recruitment: হাই কোর্ট জানিয়ে দিল, শুরু হতে পারে কাউন্সেলিং, শিক্ষক নিয়োগের প্রস্তুতিতে এসএসসি

Last Updated:

আগামিকাল কাউন্সেলিং-এর বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। কবে থেকে কাউন্সেলিং? পড়ুন বিস্তারিত

কলকাতা: এসএসসি-তে নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠায় আটকে ছিল উচ্চ প্রাথমিকের প্রায় ৯০০০ শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া। তাঁদের নাম প্রকাশিত হয়েছিল ২০১৬ সালের প্যানেলে। কিন্তু তারপর কাউন্সেলিং হয়নি। এ ব্যাপারে এসএসসির পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করার আবেদন জানিয়ে হাই কোর্টে মামলা করা হয়েছিল। মঙ্গলবার হাই কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, এসএসসি নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ অর্থাৎ কাউন্সেলিং শুরু করতে পারে। তবে নিয়োগ হবে আদালত নির্দেশ দেওয়ার পর-ই।
আদালতের নির্দেশের পর-ই রাজ্যের স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিল, তারা কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি দেবে। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক সম্মেলনে বলেন, ” কাউন্সিলিং শুরু করা যাবে। তবে সুপারিশপত্র দেওয়া যাবে না। আজ (১৭ অক্টোবর ২০২৩) হয়ে ছুটি পড়ে যাচ্ছে। চাকরিপ্রার্থীদের ৭ দিন ন্যূনতম সময় দিতে হবে। সূচী নিয়ে প্রাথমিক চিন্তাভাবনা করেছি। আগামিকাল প্রাথমিকভাবে একটা বিজ্ঞপ্তি দিতে পারব। ৩০ অক্টোবর থেকে কল-লেটার দেওয়া শুরু হবে।” সিদ্ধার্থ মজুমদার আরও বলেন, ” খসড়া নোটিস দিলে চাকরিপ্রার্থীদের সুবিধা হবে, টিকিট কাটা-সহ অন্যান্য বিষয়ের প্রস্তুতি নিতে। স্কুল বেছে নেওয়ার অনুমতিটুকুই আপাতত পাওয়া গিয়েছে। আগামী শুনানির দিন যতটা শুনেছি নভেম্বরের শেষের দিকে হবে। তার মধ্যেই চেষ্টা করব যতটা সম্ভব কাউন্সেলিং শেষ করার। ১৪৩৩৯ শূন্যপদের জন্য কাউন্সেলিং। নতুন বিল্ডিংয়েই যথাসম্ভব করার চেষ্টা করা হচ্ছে।”
advertisement
advertisement
সিদ্ধার্থ মজুমদারের কথায়,” ৯০০০-এর কাছাকাছি প্যানেলভুক্ত ক্যান্ডিডেট। ৪০০০ এর কাছাকাছি ওয়েটিং ক্যান্ডিডেট। ২০১১ সালের পর আবার কাউন্সেলিং… কিছুটা হলেও স্বস্তি। সম্পূর্ণভাবে বাতিল একটা প্রক্রিয়াকে যতটা সম্ভব নির্ভুল ভাবে আমরা সম্পন্ন করার চেষ্টা করেছি।পরবর্তী ধাপে সুপারিশের অনুমতিও আদালতের তরফে পাওয়ার বিষয়ে আশাবাদী কমিশন। গোটা প্রক্রিয়া শেষ করতে গোটা নভেম্বর মাস কেটে যাবে বলেই মনে করা হচ্ছে।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Recruitment: হাই কোর্ট জানিয়ে দিল, শুরু হতে পারে কাউন্সেলিং, শিক্ষক নিয়োগের প্রস্তুতিতে এসএসসি
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement