TRENDING:

Kasba shootout update: কসবায় তৃণমূল কাউন্সিলরের উপরে হামলার ঘটনায় গ্রেফতার মাস্টারমাইন্ড, গলসিতে পুলিশের জালে ইকবাল

Last Updated:

গতকাল রাতে কসবা তৃণমূল কাউন্সিলর সুশান্তকুমার ঘোষকে প্রাণে মারার চেষ্টা হয়৷ যদিও বরাতজোরে প্রাণে বাঁচেন তৃণমূল কাউন্সিলর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপরে হামলার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ৷ পূ্র্ব বর্ধমানের গলসি থেকে আফরোজ ওরফে গুলজার ওরফে ইকবালকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা৷
তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ৷
তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ৷
advertisement

গতকাল রাতে কসবা তৃণমূল কাউন্সিলর সুশান্তকুমার ঘোষকে প্রাণে মারার চেষ্টা হয়৷ যদিও বরাতজোরে প্রাণে বাঁচেন তৃণমূল কাউন্সিলর৷ ঘটনাস্থল থেকেই যুবরাজ সিং নামে এক দুষ্কৃতী ধরা পড়ে৷ ওই দুষ্কৃতীর মুখেই শোনা গিয়েছিল জনৈক ইকবালের নাম৷ পুলিশ সূত্রে খবর, এই ইকবালই তিন জন দুষ্কৃতীকে বিহার থেকে নিয়ে আসে৷

আরও পড়ুন: ব্ল্যাকমেল করে টাকা চাইতেন মহিলা! নাম লিখে আত্মঘাতী উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান?

advertisement

পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ঘটনার পর গুলজার ওরফে ইকবাল প্রথমে ই এম বাইপাস সংলগ্ন এলাকায় লুকিয়ে ছিল৷ এর পর নিজের মোটরসাইকেলে করেই হাওড়া হয়ে বর্ধমানের দিকে এগোতে থাকে৷ ইকবালের গতিবিধি সম্পর্কে আগে থেকেই পূর্ব বর্ধমান জেলা পুলিশকে সতর্ক করে রেখেছিল কলকাতা পুলিশ৷ এ দিন দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর গলসি থানার নাকা তল্লাশি চলাকালীন ধরা পড়ে যায় ইকবাল৷ ধৃত ইকবাল কলকাতারই বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর৷

advertisement

এই নিয়ে কসবা কাণ্ডে মোট তিনজনকে গ্রেফতার করল পুলিশ৷ তাদের মধ্যে এক ট্যাক্সি চালকও রয়েছে৷ সূত্রের খবর, যুবরাজ সিং নামে ধৃত দুষ্কৃতী যুবরাজ সিং জেরায় দাবি করেছে, তাকে শুধু সুশান্ত ঘোষকে ভয় দেখাতে বলা হয়েছিল৷ পরে গাড়িতে করে এসে তৃণমূল কাউন্সিলরের উপরে হামলার ছক ছিল বলেও দাবি করেছে ওই ধৃত দুষ্কৃতী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

কেন সুশান্ত ঘোষের উপরে হামলার এই ছক কষা হল, মাস্টারমাইন্ড ইকবালের গ্রেফতারির পর সেই রহস্য উন্মোচন হতে পারে বলেই মনে করা হচ্ছে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kasba shootout update: কসবায় তৃণমূল কাউন্সিলরের উপরে হামলার ঘটনায় গ্রেফতার মাস্টারমাইন্ড, গলসিতে পুলিশের জালে ইকবাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল