ধর্ষণে অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে জোর করে আটকে রাখা, অপরাধমূলক ষড়যন্ত্র, অপহরণ-সহ একাধিক ধারায় চার্জ গঠন করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭০(১), ১২৭(২)/৩(৫), ১৪০(৩), ১৪০(৪), ১৪২/৩(৫), ২৩৮/৩(৫), ৬১(২) ধারায় চার্জ গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ৪ বছর পরে একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে কিং কোহলি! সরিয়ে দিলেন সতীর্থকেই
advertisement
সেই সঙ্গে ওই ছাত্রীকে নির্যাতনের সময়ে দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও চার্জ গঠন হয়েছে বলে জানা গিয়েছে। গণধর্ষণ, অপরাধমূলক ষড়যন্ত্র, অপহরণ-সহ একাধিক ধারায় চার্জ গঠন করা হয়েছে তার বিরুদ্ধে। আলিপুরে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে চার্জ গঠন করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে, ২৭ জানুয়ারি থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনার। ওই দিন প্রথম সাক্ষ্যগ্রহণ হবে বলে জানা গিয়েছে, মোট ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হবে এই মামলায়। এই ঘটনা নিয়ে অভিযোগ পাওয়ার পরেই তৎপর হয় কলকাতা পুলিশ।
আরও পড়ুন: শচীনের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন বিরাট! একমাত্র ভারতীয় ব্যাটার হিসাবে নজির কোহলির
প্রসঙ্গত, কসবা ল কলেজে ছাত্রীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ ওঠে তিন যুবকের বিরুদ্ধে। এই ঘটনার জেরে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। ধর্ষণের ঘটনায় মনোজিৎ, জায়েব এবং প্রমিতকে গ্রেফতার করা হয়, গ্রেফতার করা হয় সেই সময়ে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীকেও। এবার দ্রুত সেই ঘটনার বিচার প্রক্রিয়া শুরু করে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতে চাইছে প্রশাসন।
