TRENDING:

Kamarkundu Rail Bridge: ফের উদ্বোধন করা হবে কামারকুণ্ডু রেল ওভারব্রিজ

Last Updated:

Kamarkundu Rail Bridge : শুক্রবার বিকেলে রেল প্রতিমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধন করা হবে । আমন্ত্রণ জানানো হয়েছে হুগলি জেলার সমস্ত জনপ্রতিনিধিদের ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : বিতর্ক পিছু ছাড়ছে না কামারকুণ্ডু রেল ওভারব্রিজ ঘিরে । শুক্রবার বিকেলে পূর্ব রেলের তরফ থেকে আবার উদ্বোধন করা হবে এই ব্রিজ ৷ যদিও রেলের তরফ থেকে বলা হচ্ছে এটা তারা করবেন ‘ডেডিকেটেড টু দ্য নেশনস’ নামে । শুক্রবার বিকেলে রেল প্রতিমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধন করা হবে । আমন্ত্রণ জানানো হয়েছে হুগলি জেলার সমস্ত জনপ্রতিনিধিদের ।
বিতর্ক পিছু ছাড়ছে না কামারকুণ্ডু রেল ওভারব্রিজ ঘিরে
বিতর্ক পিছু ছাড়ছে না কামারকুণ্ডু রেল ওভারব্রিজ ঘিরে
advertisement

রেল সূত্রে খবর, হুগলি জেলার বৃহৎ প্রকল্প উদ্বোধন করা হবে । ২৫৪ কোটি টাকার প্রকল্প উদ্বোধন হবে ৷ মোট ৬ টি বড় প্রকল্পের উদ্বোধন হবে । যেখানে এখন লেভেল ক্রসিং আছে সেখানে সাবওয়ে তৈরি হবে । উদ্বোধন করা হবে কামারকুণ্ডু স্টেশনের নতুন বিল্ডিং, প্ল্যাটফর্ম শেল্টার, ফুট ওভারব্রিজ, ইয়ার্ডের উন্নয়ন, ব্যান্ডেল-মগরা থার্ড লাইনে ও আদি সপ্তগ্রামের  ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কমিশনিং, বলরামবাটি, মির্জাপুর, বাঁকিপুর, আদি সপ্তগ্রাম ফুট ওভারব্রিজের সম্প্রসারণ ও প্ল্যাটফর্ম উঁচু করা, আদিসপ্তগ্রামের সাবওয়ের সম্প্রসারণ, মগরা লুপ লাইনের নতুন প্ল্যাটফর্ম, চন্দননগর স্টেশন বিল্ডিং-সহ একাধিক নবনির্মিত পরিষেবা ভার্চুয়ালি উদ্বোধন করবেন রেল প্রতিমন্ত্রী ।

advertisement

আরও পড়ুন : প্রাণ এবং পরিবেশ দুই-ই বাঁচিয়ে রবীন্দ্র সরোবরে ফের রোয়িং শুরু কি সম্ভব? কী বলছেন বিশেষজ্ঞরা?

প্রসঙ্গত, গত সপ্তাহেই এই রেল ওভারব্রিজ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । রেলের অভিযোগ, তাদের অংশীদারিত্বে সেতু নির্মাণ হলেও তাদের ডাকা হয়নি । উল্লেখ‍্য, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে কামারকুন্ডু রেলগেটে যানজটের কারণে ২০১৬-র নভেম্বর থেকে কামারকুন্ডু ওভারব্রিজের কাজ শুরু হয় । ব্রিজ উদ্বোধনে ডাক পায়নি রেল । রেলের দাবি তারা রাজ্যের থেকে বেশি অর্থ বরাদ্দ করেছে । দু'বার রেলের তরফে জেনারেল ম্যানেজার এবং ডিআরএম চিঠি দিয়েছিলেন মুখ্যসচিবকে । রেল ওভারব্রিজ উদ্বোধন চেয়ে । যদিও রাজ্য তাদের কয়েকদিন পরে করবে বলে জানায় । অন্যদিকে সংবাদমাধ্যম থেকে রেল জানতে পেরেছে ব্রিজ উদ্বোধন হয়েছে। সেখানে আমন্ত্রণ পায়নি বলে অভিযোগ রেলের।

advertisement

আরও পড়ুন : নামী কোম্পানির সসে মারাত্মক ভেজাল, ধ্বংস হচ্ছে শরীর! হতবাক ইবি কর্তারা

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন,  ‘‘রেলের তরফে জেলাশাসককে চিঠি পাঠানো হয়েছিল । সেখানে বলা হয়েছিল, আমরা সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছি এই ব্রিজ উদ্বোধন হবে । মাননীয়া মুখ্যমন্ত্রী করবেন । যেহেতু আমাদের শেয়ারে ও সহযোগিতায় এই ব্রিজ করা হয়েছে তাই আমাদের তরফেও এই সেতু উদ্বোধনে থাকতে চাই । মুখ্যমন্ত্রী থাকলে, আমরাও রেলমন্ত্রীর মাধ্যমে উদ্বোধন হোক, তা চাই । এই ওভারব্রিজ রাজ্য ও রেলের যৌথ উদ্যোগে সম্পন্ন হয়েছে । এই ওভারব্রিজের উদ্বোধনে রেলের তরফে ৬০% ও রাজ্যের তরফে ৪০% অর্থ বরাদ্দ করা হয়েছে ।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পূর্ব রেল সূত্রে খবর, এই রেল ওভারব্রিজ তৈরি করতে খরচ হয়েছে ৪৬ কোটি ৮৬ লক্ষ টাকা । রেলের তরফে দেওয়া হয়েছে ২৬ কোটি ০৭ লক্ষ টাকা । রাজ্যের তরফে দেওয়া হয়েছে ১৮ কোটি ১৬ লাখ টাকা । এছাড়া রেল সেখানে চালু করছে একটা সাবওয়ে ৷ কারণ রেল ওভারব্রিজ চালু হয়ে যাওয়ায় সেখানে রেলের নিয়মানুযায়ী লেভেল ক্রসিং গেট থাকবে না । সাধারণের দাবি অনুযায়ী সেখানে একটা সাবওয়ে হবে । সেই সাবওয়ে তৈরিতেই ৬ কোটি টাকা দেবে রেল । তবে লেভেল ক্রসিং রাখার দাবি জানাচ্ছে স্থানীয়দের একাংশ । রেলের বক্তব্য এই লাইন দিয়ে দুটি রাজধানী, দুটি দুরন্ত এক্সপ্রেস আর একটি শতাব্দী এক্সপ্রেস যাতায়াত করে ৷ অভিযোগ, লেভেল ক্রসিং চালু হলে রেলের গতি কমবে ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kamarkundu Rail Bridge: ফের উদ্বোধন করা হবে কামারকুণ্ডু রেল ওভারব্রিজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল