জেলসুত্রে খবর, অসুস্থ রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক জেলে তার সেলে মাটিতেই কম্বল পেতে শুচ্ছেন। একজন রক্ষী সর্বক্ষণ নজরদারি করছেন তাঁর উপর। প্রেসিডেন্সি জেলের চিকিৎসক তাঁকে পরীক্ষা করছেন।
আরও পড়ুন: একই ‘সেলে’ সাক্ষাৎ…! জ্যোতিপ্রিয়কে প্রেসিডেন্সিতে পেয়েই ‘বড়’ পরামর্শ পার্থ চট্টোপাধ্যায়ের
সূত্রের খবর, জেলের প্রথম রাতে চোখের জল ফেলেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। জেলে মন্ত্রীর জন্য কোনও খাটের ব্যবস্থা নেই। তাই মাটিতেই কম্বল পেতে শুয়ে রাত কাটিয়েছেন জ্যোতিপ্রিয়। এমনকী কারও সঙ্গে কোনও কথাও বলেননি তিনি। চোখের জল ফেলেছেন কেবল।
advertisement
প্রসঙ্গত, রবিবার রাতেই প্রেসিডেন্সি জেলে পাঠানো হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। রাতের বেলা যাওয়ায় তার সঙ্গে দেখা হয়নি বাকি বন্দিদের। তবে একই সেলে যে ‘বালু’ আসছেন তা আগেই জেনেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এরপর ‘পয়লা বাইশে’ মুখোমুখি দেখা হয় দুই রাজনৈতিক সতীর্থর। প্রেসিডেন্সি জেলের এই সেলেই ২০২১ সাল থেকে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত পয়লা বাইশ সেলে রয়েছেন গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেস বিধায়ক মাণিক ভট্টাচার্য ও জীবন কৃষ্ণ সাহা। আছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার অনেকেই।