রথীন ঘোষ, ফিরহাদ হাকিমের পরে জ্যোতিপ্রিয় মল্লিক৷ পুজোর আগে পরে, তৃণমূল নেতাদের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি-সিবিআই৷ কখনও পুর দুর্নীতি তো কখনও রেশন৷ এদিন মমতা বললেন, ‘‘আজ আমি বলতে বাধ্য হচ্ছি জেলায় জেলায় পুজো কার্নিভাল, জেলার সব নেতা মন্ত্রীরা ব্যস্ত, আজ ভোর বেলায় থেকে বিজয়া দশমী করতে গেছে। দেখছে বালুর বাড়ি থেকে রেড করতে গেছে। এটা একটা নোংরা খেলা!’’
advertisement
আরও পড়ুন: নাগেরবাজারে তিন তিনটে ফ্ল্যাট! জ্যোতিপ্রিয়ের আপ্ত সহায়কের বাড়িতেও ইডির হানা
চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বিজেপি ‘নোংরা’ খেলা খেলতে বলে অভিযোগ করেন মমতা৷ বলেন, ‘‘পুজোর আগে রথীন এরবাড়িতে রেড করেছে।যা ইচ্ছা তাই করে যাচ্ছে।’’
ফিরহাদ হাকিমের স্ত্রীয়ের কথার প্রসঙ্গ তুলে বলেন, ‘‘ববি এর বউ-এর থেকে শুনেছিলাম ঘি-এর কৌটো, চিনি কৌটোটাও উল্টে দিচ্ছে। এমনকি ছবি তুলছে কটা শাড়ি আছে, সালোয়ার কামিজ আছে, কটা কসমেটিকস আছে।’’
আরও পড়ুন: ‘বাবাকে বলেছিলাম দীপিকা পাডুকোণকে বিয়ে করবই!’ দেখুন রণবীরের স্বপ্নের বিয়ের সেই ভিডিও
তাঁর কথায়, ‘‘বিজেপির নেতাদের বাড়িতে তাহলে কেন রেড করা হচ্ছে না? বিজেপির নেতাদের বাড়িতে কেন তল্লাশি নয়?’’ বিজেপি-কে আবারও ‘প্যাথলজিক্যাল লায়ার’ বলে সম্বোধন করেন তৃণমূলনেত্রী৷