TRENDING:

Jyotipriya Mallick Arrest: 'ভারতীয় জনতা পার্টি আমাকে শিকার করল', গ্রেফতারির মুখে বিস্ফোরক জ্যোতিপ্রিয়

Last Updated:

Jyotipriya Mallick Arrest: ২১ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে শুক্রবার ভোরে রেশন বণ্টন দুর্নীতি মামলায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করল ইডি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ ২১ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে শুক্রবার ভোরে রেশন বণ্টন দুর্নীতি মামলায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করল ইডি৷ এ দিন জ্যোতিপ্রিয় মল্লিককে তাঁর সল্টলেকের বাড়ি মধ্যরাতে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসেন ইডি কর্তারা৷ সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে জ্যোতিপ্রিয় বলেন, “গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হলাম। ভারতীয় জনতা পার্টি খুব ভাল কাজ করেছে। তারা আমাকে শিকার করলেন।”
জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার।
জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার।
advertisement

যদিও জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে কি না, তা নিয়ে ইডি-র তরফে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি৷ রেশন বণ্টন দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকাল থেকে অভিযানে নামে ইডি। জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের দুটি বাড়ি-সহ একাধিক জায়গায় শুরু হয় তল্লাশি। জ্যোতিপ্রিয় মল্লিক যেহেতু একসময় খাদ্য দফতরের দায়িত্বে ছিলেন, তাই তাঁর নাম রেশন বণ্টন দুর্নীতিতে উঠে আসে।

advertisement

আরও পড়ুনঃ ভোররাতে জ্যোতিপ্রিয়কে সিজিও-তে নিয়ে গেল ইডি, রেশন দুর্নীতিতে গ্রেফতার মন্ত্রী

বৃহস্পতিবার সকালে প্রাক্তন খাদ্যমন্ত্রীর সল্টলেকের বিসি ২৪৫ নম্বর বাড়িতে হানা দিয়েছিল ইডি৷ খাদ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁর সম্পত্তির খতিয়ান, আয়ের উৎস সংক্রান্ত যাবতীয় নথি খতিয়ে দেখেন ইডি কর্তারা৷ রাতের দিকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে আরও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে আসা হয়৷ তখন থেকেই প্রাক্তন খাদ্যমন্ত্রীকে ইডি হেফাজতে নিতে পারে বলে জল্পনা বাড়ে৷ শেষ পর্যন্ত শুক্রবার ভোর ৩.২০ মিনিট নাগাদ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে সল্টলেকের বাড়ি থেকে ইডির দফতরে নিয়ে যাওয়া হয়৷

advertisement

বনমন্ত্রী শুধু বলেন, ‘গভীর ষড়যন্ত্রের শিকার হলাম।’ সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখেও একই কথা শোনা যায় তৃণমূলের নেতার মুখে৷ বিজেপিকে নিশানা করে প্রাক্তন খাদ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি খুব ভাল কাজ করেছে।’ এ দিনই কিছুক্ষণের মধ্যেই প্রাক্তন খাদ্যমন্ত্রীকে মেডিক্যালের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তারপর তাঁকে নিয়ে যাওয়া হবে আদালতে। ইডি আধিকারিকরা মন্ত্রীকে জেরার জন্য নিজেদের হেফাজতে চাইতে পারেন বলেই সূত্রের খবর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অর্পিতা হাজরা 

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick Arrest: 'ভারতীয় জনতা পার্টি আমাকে শিকার করল', গ্রেফতারির মুখে বিস্ফোরক জ্যোতিপ্রিয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল