বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর এবার নিয়োগ দুর্নীতি নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু৷ কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন এ দিন ক্ষোভের সঙ্গে বিচারপতি এ দিন বলেন, 'নিজের যোগ্যতায়ও যদি কেউ চাকরি পায়, তাহলেও ছাত্ররা শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে।'
আরও পড়ুন: অশ্লীল পোস্ট হলেই ব্যবস্থা! হাসিন জাহান ইস্যুতে কড়া নির্দেশ হাইকোর্টের
advertisement
আজ হাইকোর্টে এসএসসি-র গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি তদন্তের রিপোর্ট পেশ করে সিবিআই। সেই রিপোর্ট দেখেই এমন মন্তব্য করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশে বিচারপতি প্রশ্নও করেন, 'দুর্নীতি ৭ না ১০ বছরের পুরনো কিছু জানা গিয়েছে?'
ক্ষোভের সঙ্গে বিচারপতি আরও বলেন, 'প্রজন্মের পর প্রজন্ম এই দুর্নীতির ফল ভুগবে৷ এই দুর্নীতি কতটা গভীরে তা খুঁজে বার করা দরকার। এই শিক্ষকদের কারণে একটা প্রজন্ম নষ্ট হয়ে যাবে। এবার বুঝতে পারছি কেন এই অতিরিক্ত শূন্যপদ। দেখতে হবে এই দুর্নীতি কত বছরের পুরোনো।' আগামী ২৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি৷
আরও পড়ুন: আজ রাত থেকেই শুরু সাঁতরাগাছি সেতুর মেরামতির কাজ, বিরাট ভোগান্তির আশঙ্কা
গত ২৯ সেপ্টেম্বরও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন কড়া মন্তব্য করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু৷ এ দিনও ক্ষুব্ধ বিচারপতি বলেছিলেন, 'ভয়ঙ্কর পরিসংখ্যান। হিমশৈলের চূড়ামাত্র, গোটা হিমশৈল জলের নিচে আছে। এরা শিক্ষক, এরা সমাজ গড়ে, এরা অন্য কোন পেশায় নেই। আমি জানিনা এর শেষ কোথায়। আগে আবর্জনা পরিষ্কার করুন। গোটা প্যানেল খারিজ করা উচিত।'
দুর্নীতিবাজদের এর ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি বসু৷ একই সঙ্গে তিনি বলেন, 'বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, আমিও তাতে সামিল হচ্ছি।'এক বিচারপতি