TRENDING:

Justice Abhijit Ganguly: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে ফের মমতার কথা! যা বললেন, চমকে উঠল ভরা আদালত

Last Updated:

Justice Abhijit Ganguly: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংযোজন, ''খুবই সহজ সরল মানুষ। দায়িত্বশীল রাজনীতিবিদ। অনেক নেতা-মন্ত্রীও আদালত সম্পর্কে এমন মন্তব্য করেন না।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের বেনজির ঘটনা কলকাতা হাইকোর্টে। দেশের কোনও মুখ্যমন্ত্রীকে নিয়ে এমন ভূষয়ী প্রশংসা কোনও হাইকোর্টের বিচারপতি করেছেন কিনা, তা নিয়ে সন্দিহান অনেকেই। সোমবার নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার এক মামলার শুনানিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম না নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ”কিছু রাজনৈতিক নেতা আদালতের নামে উল্টোপাল্টা বলেন। তাঁদের শ্রদ্ধা করি না। কিন্তু ওই দলের সুপ্রিমো এমন কথা বলেন না। তাঁকে দেখেছি, বিচারপতিদের সম্মান করেন।”
মমতার প্রশংসায় বিচারপতি
মমতার প্রশংসায় বিচারপতি
advertisement

এখানেই শেষ নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সংযোজন, ”খুবই সহজ সরল মানুষ। দায়িত্বশীল রাজনীতিবিদ। অনেক নেতা-মন্ত্রীও আদালত সম্পর্কে এমন মন্তব্য করেন না।” এখানে সুপ্রিমো বলতে যে বিচারপতি গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই বুঝিয়েছেন, তা বলাই বাহুল্য। এই কথাগুলি বিচারপতি বলেন হাইকোর্টের বারের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিকের উপস্থিতিতেই।

আরও পড়ুন: লোকাল ট্রেনের লেডিস কামরায় নতুন নিয়ম চালু, রাত ৯টা বাজলেই চোখে পড়বে বদল

advertisement

বারের সম্পাদককে উদ্দেশ্য করে এমন বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরিবর্তে বারের সম্পাদক বলেন, ”তাঁর কাছ থেকে এমন আশা করবেন না। কারণ, তিনি আমাদের জগতের মানুষ। নিয়মিত মেম্বারশিপ রয়েছে।”

প্রসঙ্গত, তৃণমূল সাংসদের মন্তব্য নিয়ে এদিন আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তীব্র নিন্দা করে স্পেশ্যাল বেঞ্চ গঠন করে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করার অনুমতি দেওয়ার আবেদন জানানো হয় আদালত। সোমবার হাইকোর্টে এমনই আবেদন করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁকে লিখিত অভিযোগ জানাতে বলেন প্রধান বিচারপতি।

advertisement

আরও পড়ুন: অভিষেককে নিয়ে বিস্ফোরক অভিযোগ বিকাশের! তোলপাড় কলকাতা হাইকোর্ট

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

এই পরিপ্রেক্ষিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় নাম না করে মন্তব্য করেন, ”আমরা সেই সব রাজনৈতিক নেতাদের সম্মান করি না, যাঁরা আদালতের নামে ভুল কথা বলেন।” এরপর তিনি আবার বলেন, ‘‘সুপ্রিমো এমন কথা বলেন না। তিনি অনেকবার আদালতে এসেছেন। তাঁকে দেখেছি, বিচারপতিদের সম্মান করেন। দায়িত্বশীল রাজনীতিবিদ।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Justice Abhijit Ganguly: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে ফের মমতার কথা! যা বললেন, চমকে উঠল ভরা আদালত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল