এখানেই শেষ নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সংযোজন, ”খুবই সহজ সরল মানুষ। দায়িত্বশীল রাজনীতিবিদ। অনেক নেতা-মন্ত্রীও আদালত সম্পর্কে এমন মন্তব্য করেন না।” এখানে সুপ্রিমো বলতে যে বিচারপতি গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই বুঝিয়েছেন, তা বলাই বাহুল্য। এই কথাগুলি বিচারপতি বলেন হাইকোর্টের বারের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিকের উপস্থিতিতেই।
আরও পড়ুন: লোকাল ট্রেনের লেডিস কামরায় নতুন নিয়ম চালু, রাত ৯টা বাজলেই চোখে পড়বে বদল
advertisement
বারের সম্পাদককে উদ্দেশ্য করে এমন বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরিবর্তে বারের সম্পাদক বলেন, ”তাঁর কাছ থেকে এমন আশা করবেন না। কারণ, তিনি আমাদের জগতের মানুষ। নিয়মিত মেম্বারশিপ রয়েছে।”
প্রসঙ্গত, তৃণমূল সাংসদের মন্তব্য নিয়ে এদিন আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তীব্র নিন্দা করে স্পেশ্যাল বেঞ্চ গঠন করে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করার অনুমতি দেওয়ার আবেদন জানানো হয় আদালত। সোমবার হাইকোর্টে এমনই আবেদন করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁকে লিখিত অভিযোগ জানাতে বলেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন: অভিষেককে নিয়ে বিস্ফোরক অভিযোগ বিকাশের! তোলপাড় কলকাতা হাইকোর্ট
এই পরিপ্রেক্ষিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় নাম না করে মন্তব্য করেন, ”আমরা সেই সব রাজনৈতিক নেতাদের সম্মান করি না, যাঁরা আদালতের নামে ভুল কথা বলেন।” এরপর তিনি আবার বলেন, ‘‘সুপ্রিমো এমন কথা বলেন না। তিনি অনেকবার আদালতে এসেছেন। তাঁকে দেখেছি, বিচারপতিদের সম্মান করেন। দায়িত্বশীল রাজনীতিবিদ।’’