একটি মামলা শেষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, "সেদিন ধেড়ে ইঁদুর বলেছি সুব্রতদার অর্থাৎ আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে কথা প্রসঙ্গে।" অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "উনি বুঝেছিলেন কেন বলেছি। এই পরিবেশে সেটায় অন্য মাত্রা যোগ হয়েছে।"
advertisement
একইসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "কুণাল ঘোষের কথা আমি খুব এনজয় করি। রোজ কিছু না কিছু বলেন। আমি কোনও অতিরিক্ত মন্তব্য করব না। কথাটার মানে অন্যরকম হয়ে যাচ্ছে।" এখানেই শেষ নয়, তাঁর ঢাকি বিসর্জন মন্তব্য নিয়ে সম্প্রতি যে ঝড় ওঠে সে প্রসঙ্গেও এদিন মুখ খোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, "আমি তো বলেছি ঢাকি বিসর্জন দিয়ে দেব।" এরপরেই পর্ষদের আইনজীবীকে উদ্দেশ্য করে তিনি যোগ করেন, "ওরা আমাকে বলতে বাধ্য করে।"
আরও পড়ুন: গুজরাতে পদ্মরাজ লাগাতার ৭ বার! ১২ ডিসেম্বর শপথ ভূপেন্দ্রর, থাকবেন মোদি-শাহ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রশংসা করে তিনি বলেন, চন্দ্রিমাদিকে বলে দেবেন, আর কোনও মন্তব্য করব না। আমি কেন খারাপ কথা বলব? মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন।- সরকারি আইনজীবীকে উদ্দেশ্য করে বৃহস্পতিবার এমনও মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
