বিমানবন্দর থেকে সোজা জেপি নাড্ডা চলে যাবেন নিউটাউনের একটি হোটেলে। সেখানেই রাত্রিবাস করার পর শনিবার সকাল ১০ টা নাগাদ তিনি নিউটাউনের হোটেল থেকে সড়ক পথে রওনা হবেন বাগনানের উদ্দেশ্যে দলের পঞ্চায়েতি রাজ সম্মেলনে যোগ দিতে। এদিনই দুপুর একটা বেজে দশ মিনিটে হাওড়ার দেউলটিতে যাবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দর্শনে। যোগ দেবেন বিশেষ জনসংযোগ কর্মসূচি ‘আমার মাটি আমার দেশ’ সহ একাধিক অনুষ্ঠানে।
advertisement
আরও পড়ুন– খোলনলচে বদলে একেবারে নব-অবতারে এয়ার ইন্ডিয়া! প্রকাশ পেল সংস্থার নতুন লোগো
মধ্যাহ্নভোজনের পর কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে পৌঁছে সাক্ষাৎ করবেন পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থীদের সঙ্গে। পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনায় যারা ‘আক্রান্ত’ তাদের পাশাপাশি তাদের পরিবারের সঙ্গেও দেখা করার কথা রয়েছে জেপি নাড্ডার। সায়েন্স সিটির অনুষ্ঠান শেষে নাড্ডা ফিরে যাবেন নিউটাউনের হোটেলে, সেখানে রাজ্য বিজেপির কোর কমিটির নেতৃত্বের সঙ্গে লোকসভা ভোটের প্রস্তুতি হিসেবে সাংগঠনিক বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এছাড়াও দক্ষিণেশ্বর মন্দিরের পুজো দেওয়া সহ সল্টলেকে দলীয় কার্যালয় পরিদর্শন করে সেখানকার পদাধিকারীদের সঙ্গে বৈঠক, দলের বিধায়ক ও সাংসদদের সঙ্গেও এই বঙ্গ সফরে নিউটাউনের হোটেলে আলাদা করে বৈঠকে বসবেন জে পি নাড্ডা বলে বিজেপি সূত্রের খবর। রবিবার দলীয় পূর্বাঞ্চলীয় পঞ্চায়েতি রাজ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে নাড্ডার। রবিবার রাতেই দিল্লি ফিরে যাবেন জে পি নাড্ডা।
আরও পড়ুন-ছাব্বিশ বছর পর বক্স অফিসে ফের মুখোমুখি অক্ষয়-সানি! শেষ হাসিটা হাসবেন কে?
২০২৪-কে পাখির চোখ করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। দেশ জুড়েও লোকসভা ভোটের প্রস্তুতিতে ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বঙ্গ সফরের পর পরই জোর কদমে এ রাজ্যে চব্বিশের লড়াইয়ে নির্বাচনের ময়দানে নামবে বঙ্গ পদ্ম শিবির বলেই মত রাজনৈতিক মহলের। দলের সর্বভারতীয় সভাপতি সাংগঠনিক বৈঠকে বঙ্গ পদ্ম নেতাদের কী নির্দেশ দেন, সেদিকেই এখন নজর সবার।