আরও পড়ুনঃ হবে না SIR! অসমে ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুরু আগামিকাল, চূড়ান্ত তালিকা ১০ ফেব্রুয়ারি
এর আগে, ২০২২-২০২৫ সালের মধ্যে কাঠমান্ডু, নয়াদিল্লি এবং কলকাতায় বিদেশ মন্ত্রক (নেপাল সরকার), বিদেশ মন্ত্রক (ভারত সরকার), মেট্রো রেলওয়ে এবং আরভিএনএল-এর মধ্যে এই জমির সুষ্ঠু বিনিময় নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বেশ কয়েক দফা বৈঠকের পর, নেপাল সরকার এই জমির বিনিময়ে সম্মতি জানায়। উল্লেখ্য যে, এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের পথে বেশ কয়েকটি বড় সমস্যা দেখা দেয়। বেশ কয়েকজন ভাড়াটে, দোকান মালিক ইত্যাদি এই ধরনের অধিগ্রহণের বিরুদ্ধে কলকাতার মাননীয় হাইকোর্ট এবং তারপরে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। কিন্তু তিন বছর পর এই সমস্ত মামলা মাননীয় আদালত কর্তৃক নিষ্পত্তি করা হয়েছে এবং এর ফলে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ এবং দখল গ্রহণ করা হয়েছে।
advertisement
কলকাতার ভিক্টোরিয়া স্টেশনের স্থানে অবস্থিত আরভিএনএল মডেল রুমে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন নেপালের মাননীয় কনসাল জেনারেল, কলকাতা, শ্রী ঝক্কা প্রসাদ আচার্য, শ্রী এস কে দুবে, উপাধ্যক্ষ। ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শাখা সচিবালয়ের পরিচালক ও প্রধান শ্রী আশীষ মিদ্ধার উপস্থিতিতে প্রধান প্রকৌশলী/দপ্তর/মেট্রো রেলওয়ে এবং শ্রী বিপিন কুমার, প্রধান প্রকল্প ব্যবস্থাপক/আরভিএনএল।
