TRENDING:

Joka Metro: জোকা-বিবাদী প্রকল্পে কাটল আরও একটি জমির বাধা!

Last Updated:

Joka Metro: জোকা-এসপ্ল্যানেড মেট্রো লাইন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বিনিময়ের জন্য মেট্রো রেলওয়ে, আরভিএনএল এবং নেপালের কনসুলেট জেনারেলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ জোকা-এসপ্ল্যানেড মেট্রো লাইন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বিনিময়ের জন্য মেট্রো রেলওয়ে, আরভিএনএল এবং নেপালের কনসুলেট জেনারেলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হল। পার্পল লাইন নির্মাণের পথে একটি বড় বাধা  দূর হয়েছে কারণ মেট্রো রেলওয়ে, রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল) এবং কলকাতার মাননীয় নেপাল কনস্যুলেট জেনারেল নেপালের কনস্যুলেট জেনারেলের মালিকানাধীন ৪০৯.৫৩ বর্গমিটার জমি কলকাতার মেট্রো রেলওয়ের মালিকানাধীন ৫২৬.৩৪ বর্গমিটার সংলগ্ন জমির সাথে বিনিময় করার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তি স্বাক্ষরের ফলে পার্পল লাইনের প্রস্তাবিত মোমিনপুর-এসপ্ল্যানেড ভূগর্ভস্থ অংশের নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। প্রস্তাবিত পার্পল লাইন প্রকল্পের মোমিনপুর এবং খিদিরপুরের মধ্যে র‍্যাম্প নির্মাণের জন্য এই ৪০৯.৫৩ বর্গমিটার জমি জরুরিভাবে প্রয়োজন।
News18
News18
advertisement

আরও পড়ুনঃ হবে না SIR! অসমে ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুরু আগামিকাল, চূড়ান্ত তালিকা ১০ ফেব্রুয়ারি

এর আগে, ২০২২-২০২৫ সালের মধ্যে কাঠমান্ডু, নয়াদিল্লি এবং কলকাতায় বিদেশ মন্ত্রক (নেপাল সরকার), বিদেশ মন্ত্রক (ভারত সরকার), মেট্রো রেলওয়ে এবং আরভিএনএল-এর মধ্যে এই জমির সুষ্ঠু বিনিময় নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বেশ কয়েক দফা বৈঠকের পর, নেপাল সরকার এই জমির বিনিময়ে সম্মতি জানায়। উল্লেখ্য যে, এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের পথে বেশ কয়েকটি বড় সমস্যা দেখা দেয়। বেশ কয়েকজন ভাড়াটে, দোকান মালিক ইত্যাদি এই ধরনের অধিগ্রহণের বিরুদ্ধে কলকাতার মাননীয় হাইকোর্ট এবং তারপরে ভারতের মাননীয় সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। কিন্তু তিন বছর পর এই সমস্ত মামলা মাননীয় আদালত কর্তৃক নিষ্পত্তি করা হয়েছে এবং এর ফলে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ এবং দখল গ্রহণ করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সাড়ে তিন বছরের ছোট্ট অভ্রদীপের নাম জ্বলজ্বল করছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে, হতবাক সকলে!
আরও দেখুন

কলকাতার ভিক্টোরিয়া স্টেশনের স্থানে অবস্থিত আরভিএনএল মডেল রুমে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন নেপালের মাননীয় কনসাল জেনারেল, কলকাতা, শ্রী ঝক্কা প্রসাদ আচার্য, শ্রী এস কে দুবে, উপাধ্যক্ষ। ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শাখা সচিবালয়ের পরিচালক ও প্রধান শ্রী আশীষ মিদ্ধার উপস্থিতিতে প্রধান প্রকৌশলী/দপ্তর/মেট্রো রেলওয়ে এবং শ্রী বিপিন কুমার, প্রধান প্রকল্প ব্যবস্থাপক/আরভিএনএল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Joka Metro: জোকা-বিবাদী প্রকল্পে কাটল আরও একটি জমির বাধা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল