দক্ষিণেশ্বর এবং দমদম স্টেশনের মধ্যে পরিষেবায় সমস্যা, ট্রেন চলাচল বন্ধ না হলেও অনিয়মিত পরিষেবা। বাকি অংশে ট্রেন পরিষেবা স্বাভাবিক। দমদম থেকে স্বাভাবিক মেট্রো চলাচল। দুর্ঘটনা নাকি অন্য কিছু? খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ।
আরও পড়ুন:ধীরে ধীরে কিছুটা বাড়বে তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ, জেনে নিন আবহাওয়ার আপডেট
আরও পড়ুন:৭ কোটি পরামর্শ, ১১,০০০ স্বাস্থ্যকেন্দ্র, ৯,০০০ চিকিৎসক! টেলিমেডিসিন রেকর্ড রাজ্যের
advertisement
রবিবার সকালেও ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর) ভাঙা পথে মেট্রো পরিষেবা শুরু হয়। ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ ছিল। প্রায় এক ঘণ্টা পর পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের। সকালে পুরোপথে পরিষেবা না-মেলায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। রবিবার সাধারণ ব্লু লাইনে সকাল ৯টা থেকে পরিষেবা চালু হয়।
শনিবারও এই ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়। রক্ষণাবেক্ষণের কাজের জন্য দক্ষিণেশ্বর স্টেশনে দীর্ঘ ক্ষণ বন্ধ ছিল পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, দক্ষিণেশ্বর স্টেশনের কাছে সিগন্যালিং ব্যবস্থায় রক্ষণাবেক্ষণের কাজের কারণে বরাহনগর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত ভাঙাপথে বেশ কিছুক্ষণ পরিষেবা চলে।
