SIR at Assam: হবে না SIR! অসমে ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুরু আগামিকাল, চূড়ান্ত তালিকা ১০ ফেব্রুয়ারি
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
SIR at Assam: আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে অসমে। কিন্তু সেখানে এসআইআর হচ্ছে না বলে আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। কারণ, সেখানে এনআরসি প্রায় শেষের পথে। তা ছাড়া অসমের নিজস্ব বিধান রয়েছে।
অসমঃ দেশজুড়ে শুরু হয়েছে SIR। প্রথম ধাপে বিহারে SIR সম্পূর্ণ হয়েছে। এবার দ্বিতীয় ধাপে এই ‘বিশেষ নিবিড় সংশোধন’ হচ্ছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশ রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবরে।
আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে অসমে। কিন্তু সেখানে এসআইআর হচ্ছে না বলে আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। কারণ, সেখানে এনআরসি প্রায় শেষের পথে। তা ছাড়া অসমের নিজস্ব বিধান রয়েছে। এবার অসমের জন্য স্পেশ্যাল রিভিশন ঘোষণা করল কমিশন। আগামীকাল থেকে শুরু অসমের এসএসআর প্রক্রিয়া। চূড়ান্ত তালিকা প্রকাশ ১০ ফেব্রুয়ারি।
advertisement
advertisement
The Govt of Assam welcomes the Election Commission of India’s decision to undertake a Special Revision of the electoral roll with 01.01.2026 as the qualifying date.
This will help ensure clean, updated and accurate electoral rolls for all eligible citizens.
Assam will extend…— Himanta Biswa Sarma (@himantabiswa) November 17, 2025
advertisement
অসমে স্পেশ্যাল রিভিশন(SSR) করা হবে। সিদ্ধান্ত কমিশনের। অর্থাৎ, অসমবাসীকে কোনও এনুমারেশন ফর্ম ফিলআপ করতে হবে না। কমিশন সূত্রে খবর, প্রতিবছর ভোটার তালিকা সংশোধনের জন্য যে SSR করা হয়, অনেকটা সেরকম ভাবেই এই স্পেশ্যাল রিভিশন হবে অসমে। কমিশনের যুক্তি, অসমে এনআরসি হওয়ায় এসআইআরের বদলে এসআরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2025 8:11 PM IST

