SIR at Assam: হবে না SIR! অসমে ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুরু আগামিকাল, চূড়ান্ত তালিকা ১০ ফেব্রুয়ারি

Last Updated:

SIR at Assam: আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে অসমে। কিন্তু সেখানে এসআইআর হচ্ছে না বলে আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। কারণ, সেখানে এনআরসি প্রায় শেষের পথে। তা ছাড়া অসমের নিজস্ব বিধান রয়েছে।

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন
অসমঃ দেশজুড়ে শুরু হয়েছে SIR। প্রথম ধাপে বিহারে SIR সম্পূর্ণ হয়েছে। এবার দ্বিতীয় ধাপে এই ‘বিশেষ নিবিড় সংশোধন’ হচ্ছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশ রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবরে।
আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে অসমে। কিন্তু সেখানে এসআইআর হচ্ছে না বলে আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। কারণ, সেখানে এনআরসি প্রায় শেষের পথে। তা ছাড়া অসমের নিজস্ব বিধান রয়েছে। এবার অসমের জন‍্য স্পেশ‍্যাল রিভিশন ঘোষণা করল কমিশন। আগামীকাল থেকে শুরু অসমের এসএসআর প্রক্রিয়া। চূড়ান্ত তালিকা প্রকাশ ১০ ফেব্রুয়ারি।
advertisement
advertisement
advertisement
অসমে স্পেশ‍্যাল রিভিশন(SSR) করা হবে। সিদ্ধান্ত কমিশনের। অর্থাৎ, অসমবাসীকে কোনও এনুমারেশন ফর্ম ফিলআপ করতে হবে না। কমিশন সূত্রে খবর, প্রতিবছর ভোটার তালিকা সংশোধনের জন‍্য যে SSR করা হয়, অনেকটা সেরকম ভাবেই এই স্পেশ‍্যাল রিভিশন হবে অসমে। কমিশনের যুক্তি, অসমে এনআরসি হওয়ায় এসআইআরের বদলে এসআরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
SIR at Assam: হবে না SIR! অসমে ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুরু আগামিকাল, চূড়ান্ত তালিকা ১০ ফেব্রুয়ারি
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement