সাড়ে তিন বছরের ছোট্ট অভ্রদীপের নাম জ্বলজ্বল করছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে, প্রতিভায় হতবাক সকলে

Last Updated:

India Book Of Records: তার বয়স সবে মাত্র সাড়ে তিন বছর। এই বয়সে যেন সব গুণ তার মধ্যে। তার শিক্ষক এবং অভিভাবক তার মা। ছোট্ট এই একরত্তির প্রতিভায় মুগ্ধ সকলে। সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে সে। তবে জানেন কী প্রতিভা তার? ছোট্ট এই একরত্তি কীভাবে হয়েছে বিখ্যাত?

+
ছোট্ট

ছোট্ট খুদের প্রতিভা 

ঝাড়গ্রাম, রঞ্জন চন্দ: তার বয়স সবে মাত্র সাড়ে তিন বছর। এই বয়সে যেন সব গুণ তার মধ্যে। তার শিক্ষক এবং অভিভাবক তার মা। ছোট্ট এই একরত্তির প্রতিভায় মুগ্ধ সকলে। সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে সে। তবে জানেন কী প্রতিভা তার? ছোট্ট এই একরত্তি কীভাবে হয়েছে বিখ্যাত?
জানলে অবাক হবেন যে বিভিন্ন দেশের নাম, রাজ্য রাজধানী, বিভিন্ন দেশের জাতীয় পতাকা সব তার চেনা, ১০০ রকমের জেনারেল নলেজ তার যেন ঠোটস্থ। শুধু তাই নয়, গায়ত্রী মন্ত্র থেকে যেকোনও পড়া অবলীলায় মনে রাখতে পারে সে।
advertisement
advertisement
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বনপুরা এলাকার বাসিন্দা দেবাশীষ সেন ও নমিতা সেনের ছেলে সন্তান খুদে এই বিস্ময় বালক অভ্রদীপ। বাবা অধ্যাপনা করলেও মা গৃহবধূ। বাড়িতে অধিকাংশ সময়ে মায়ের সঙ্গেই থাকে অভ্রদীপ। আর মায়ের কাছেই শিখেছে এত কিছু। সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে সে। আর এতেই খুশির হাওয়া পরিবার জুড়ে।
advertisement
বেশ চঞ্চল ছোট্ট ফুটফুটে এক ছেলে। বয়সও তার পড়ার হয়নি। তবে এই বয়সে তার এত প্রতিভা, জানলে আপনিও চমকে যাবেন। বয়স যখন তার সবে দুই আড়াই তখন থেকেই বিভিন্ন পড়া, কবিতা এমনকি বিভিন্ন রাজ্য-রাজধানীর নাম মনে রাখত সে। এমনকি বিভিন্ন দেব-দেবীর ছবি থেকে বিভিন্ন দেশের জাতীয় পতাকা অনায়াসে চিনে ফেলত চোখের নিমেষে। ছেলের মধ্যে থাকা এই প্রতিভা জানতে পেরে মা সর্বদাই তার সঙ্গে খেলার ছলে নতুন নতুন জিনিস শেখাতেন তাকে। ধীরে ধীরে খুব অল্প সময়ের মধ্যে দিন কিংবা মাসের নাম, বিভিন্ন প্রাণী চিহ্নিতকরণ, ভারতবর্ষের ২৯ রাজ্যের রাজধানী, জাতীয় প্রতীক চিহ্নিতকরণ থেকে একাধিক জিনিস সহজেই শিখে নিতে পারে সে। খুদে এই বিষ্ময় বালকের নাম অভ্রদীপ সেন।
advertisement
যে বয়সে ছোট ছোট খুদেরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শেখে সেখানে এত সংখ্যক দেশ ও রাজ্যের রাজধানী এবং বিভিন্ন জাতীয় প্রতীক চিহ্নিত করার ক্ষমতা নিঃসন্দেহে বিস্ময়ের। তবে সম্পূর্ণ খেলার ছলেই মা নানা কিছু শিখিয়ে থাকেন ছোট্ট এই অভ্রদীপকে। তার এই বিস্ময় প্রতিভায় গর্বিত সকলেই।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাড়ে তিন বছরের ছোট্ট অভ্রদীপের নাম জ্বলজ্বল করছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে, প্রতিভায় হতবাক সকলে
Next Article
advertisement
মঞ্চে এপি ধিলোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্তই কি কাল হল? পাকাপাকি সম্পর্ক শেষ করলেন তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া
মঞ্চে এপি ধিলোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্তই কি কাল হল? পাকাপাকি সম্পর্ক শেষ করলেন তারা ও বীর
  • তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার বিচ্ছেদ !

  • মঞ্চে এপি ধিলোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্তই কি কাল হল?

  • পাকাপাকি সম্পর্ক শেষ করলেন তারা ও বীর

VIEW MORE
advertisement
advertisement