বিধানসভা সূত্রে খবর, বাংলা বিধানসভায় উপরাষ্ট্রপতি ভাষণ দেওয়ার কোনও সংস্থান নেই। তাই এই ব্যাপারে ডাকতে হবে বিশেষ অধিবেশন। বিধানসভা বাজেট অধিবেশন শেষ করার পরে, দেখা হবে বিশেষ অধিবেশন ডাকা যায় কিনা।
আরও পড়ুন: সকালে ঘুম থেকে উঠেই এই ‘কাজটি’ করছেন না তো…? বিপজ্জনক! জীবনে চরম ‘বিপদ’ ডেকে আনতে পারে
advertisement
আরও পড়ুন: ‘পেট্রোল’ গাড়িতে ‘ডিজেল’ ঢাললে কী হয় বলুন তো…? শুনলেই চমকাবেন, শিওর!
সূত্রের খবর, বাজেট অধিবেশনের শুরুতে ভাষণ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে দিল্লির আমলা মারফত চিঠি পাঠান ধনখড়। সেই আমলা দেখা করেন স্পিকারের সঙ্গে। স্পিকারকে জানানো হয়, নিজের ভাষণে রাজ্য সরকারের বিরুদ্ধে যায়, এমন কোনও শব্দ বা বাক্য বলবেন না উপরাষ্ট্রপতি। বিধানসভার সচিবালয় সূত্রের খবর, স্পিকার জানান, এই ধরনের বক্তৃতা করার কোনও সংস্থান নেই। ওই সূত্রটির দাবি, পরে ধনখড়কে ভাষণ দেওয়ার সুযোগ করে দিতেই বিশেষ অধিবেশন ডাকার পরিকল্পনা করা হয়। তবে সেই অধিবেশন কবে হবে, তা এখনও স্পষ্ট নয়।