TRENDING:

Jagdeep Dhankhar praises Mamata Banerjee at BGBS 2022: উন্নয়ন- রাজনীতি আলাদা থাক, মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেও বার্তা রাজ্যপালের

Last Updated:

এ দিন আগাগোড়াই দেশ বিদেশের প্রতিনিধিদের সামনে রাজ্য এবং রাজ্য সরকারকে নিয়ে ইতিবাচক বার্তাই দিয়েছেন রাজ্যপাল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই উন্নয়নের শিখরে পৌঁছবে পশ্চিমবঙ্গ৷ উন্নয়নের নিরিখে দেশের পশ্চিম অংশের সঙ্গে পূর্ব ভারতের যে ফারাক রয়েছে, তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিণত নেতৃত্বেই দূর হবে বলেও দাবি করেন রাজ্যপাল৷ একই সঙ্গে রাজ্য সরকার যাতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে, সেই পরামর্শও দিয়েছেন রাজ্যপাল৷ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে এ ভাবেই মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ্যপাল৷
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল৷
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল৷
advertisement

রাজ্যের আইনশৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকােরর সংঘাত নতুন কিছু নয়৷ এ দিন ভাষণের শুরুতেই রাজ্যপাল অবশ্য দাবি করেন, 'আমি যখন কোনও বিষয়ে সরব হই তা রাজ্যের ভালোর কথা ভেবেই৷' অন্যের মতকেও যে গুরুত্ব দেওয়া উচিত, সেকথা উল্লেখ করে পরোক্ষে তিনি মুখ্যমন্ত্রীকেই বার্তা দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল৷ একই সঙ্গে উন্নয়নের স্বার্থে রাজনীতির ঊর্ধ্ব উঠে সবাইকে সঙ্গে নিয়ে চলারও পরামর্শ শোনা গিয়েছে রাজ্যপালের গলায়৷

advertisement

আরও পড়ুন: ৫ লক্ষ মহিলার হাতে আজ টাকা, শিল্প সম্মেলনের আকর্ষণের কেন্দ্রে লক্ষ্মীর ভান্ডার

এটুকু বাদ দিলে এ দিন আগাগোড়াই দেশ বিদেশের প্রতিনিধিদের সামনে রাজ্য এবং রাজ্য সরকারকে নিয়ে ইতিবাচক বার্তাই দিয়েছেন রাজ্যপাল৷ করোনা অতিমারি পরবর্তী সময়ে সাফল্যের সঙ্গে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মতো আয়োজন করায় মুখ্যনমন্ত্রীর প্রশংসাও করতে শোনা যায় তাঁকে৷ জগদীপ ধনখড় বলেন, 'এই কঠিন সময়ে এত বড় মাপের অনুষ্ঠান কলকাতায় এই প্রথম হচ্ছে৷ তার জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানাতে হবে৷'

advertisement

আরও পড়ুন: বিশাল হোর্ডিংয়ে মমতার মুখ, ছবি তুলছেন দিলীপ ঘোষ, সাতসকালে নিউটাউনে হচ্ছেটা কী?

বিনিয়োগকারীদের সামনে মূলত রাজ্যের পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন রাজ্যপাল৷ পাশাপাশি, এ রাজ্যে খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষির মতো ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করলেও তা লাভজনক হবে বলেই মন্তব্য করেন রাজ্যপাল৷ রাজ্যপালের আশা, দেশ বিদেশ থেকে আসা শিল্প বাণিজ্য ক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ফলে নিশ্চিত ভাবেই অদূর ভবিষ্যতে রাজ্যের জন্য ভাল কিছু হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

তবে এ দিনও বক্তব্য রাখতে গিয়ে বার বারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা উল্লেখ করেছেন রাজ্যপাল৷ প্রধানমন্ত্রী যে ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই পূর্ব ভারতের উন্নয়নে বিশেষ জোর দিয়েছেন, সেকথাও মনে করিয়ে দেন তিনি৷ একই সঙ্গে অবশ্য মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তাঁকে অভিজ্ঞ এবং পরিণত বলে মন্তব্য করেন রাজ্যপাল৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jagdeep Dhankhar praises Mamata Banerjee at BGBS 2022: উন্নয়ন- রাজনীতি আলাদা থাক, মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেও বার্তা রাজ্যপালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল