শুক্রবার রাত থেকে টানা অনশন। প্রবেশিকা বিতর্কে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন যাবদপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে ৮৪ ঘণ্টারও বেশি সময় ৷ অনশনের জেরে এক ছাত্রী-সহ কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। মঙ্গলবার সকালেও অনশনরত আরও দুই পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে ৷
আরও পড়ুন
গোপনাঙ্গে লুকিয়ে নিষিদ্ধ মাদক পাচার, কলকাতা বিমানবন্দরে আটক নাইজেরিয় মহিলা
advertisement
পড়ুয়াদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সোমবার অবিলম্বে অনশন তুলে নেওয়ার আবেদন জানান আচার্য কেশরীনাথ ত্রিপাঠি ৷ তাতেও বরফ গলেনি ৷ অবশেষে আচার্যের পরামর্শে ইসি-এর বৈঠক ডাকেন উপাচার্য সুরঞ্জন দাস ৷ রাজ্যের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের অচলাবস্থা কাটার দিকে তাকিয়ে সব পক্ষই ৷ ইসির বৈঠকে সমাধানের আশ্বাস দিয়ে এদিনও আন্দোলনকারীদের অনশন তুলে নেওয়ার অনুরোধ করেন যাদবপুরের রেজিস্ট্রার ৷ বলেন, ‘ছাত্রছাত্রীদের শারীরিক অবস্থা নিয়ে আমরা উদ্বিগ্ন ৷ অনশন তুলে নিতে অনুরোধ করছি ৷’
আরও পড়ুন