গোপনাঙ্গে লুকিয়ে নিষিদ্ধ মাদক পাচার, কলকাতা বিমানবন্দরে আটক নাইজেরিয় মহিলা
Last Updated:
গোপনাঙ্গের মধ্যে লুকানো রয়েছে নিষিদ্ধ মাদক ৷ বিমানবন্দরে তল্লাশির সময় তা ধরা পড়ে যায় ৷ এরপরেই কলকাতা বিমানবন্দর থেকে নাইজেরিয়ার ওই মহিলাকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো(এনসিবি) ৷
#কলকাতা: গোপনাঙ্গের মধ্যে লুকানো রয়েছে নিষিদ্ধ মাদক ৷ বিমানবন্দরে তল্লাশির সময় তা ধরা পড়ে যায় ৷ এরপরেই কলকাতা বিমানবন্দর থেকে নাইজেরিয়ার ওই মহিলাকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো(এনসিবি) ৷
বিমান বন্দর সূত্রে জানা গিয়েছে, মুম্বই থেকে কলকাতা এসেছিলেন ওই মহিলা ৷ কলকাতার বাজারে ওই মাদকগুলি পাচারের পরিকল্পনা ছিল তাঁর ৷ গতকাল গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরে অভিযান শুরু করে এনসিবি ৷ তখনই এই মহিলার কাছ থেকে উদ্ধার হয় ২০টি এলএসডি ব্লট পেপার ও কোকেন। জিজ্ঞাসাবাদের পর মহিলা স্বীকার করে নেন, আরও মাদক লুকানো রয়েছে তাঁর গোপনাঙ্গে ৷ এরপরেই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় নাইজেরিয় ওই মহিলাকে ৷ চিকিৎসকদের সাহায্যে গোপনাঙ্গ কেটে ওই মাদক বের করে আনা হবে বলে জানা গিয়েছে ৷
advertisement
তবে চিকিৎসকরা জানিয়েছেন, সম্ভবত দেহের অন্য জায়গায়ও মাদক লুকিয়ে রেখেছেন ওই মহিলা ৷ রেডিওলজিস্টের সাহায্য নিয়ে সেই মাদকও বের করা হবে ৷
advertisement
Location :
First Published :
July 10, 2018 8:57 AM IST