আরও পড়ুন- মর্মান্তিক! কন্যাসন্তান হওয়াতে সদ্যোজাতকে মাটিতে পুঁতে দিল পরিবার! মন্দিরবাজারে শোরগোল
গত সপ্তাহের শনিবারে তিন বন্ধুর সঙ্গে মৈনাক পাল উত্তরাখণ্ড বেড়াতে যান। গত মঙ্গলবারে আলমোড়ায় দুই বন্ধুকে ছেড়ে তিনি তিনি আলাদা হয়ে যান। গিয়ে ওঠেন লালকোয়ার একটি হোটেলে। প্রথমে বন্ধুদের সঙ্গে যোগাযোগ ছিল এবং যে হোটেলে তিনি উঠেছিলেন সেই হোটেলের ঠিকানাও মৈনাক জানিয়েছিলেন তাঁর বন্ধুদের। কিন্তু তারপরে আর অধ্যাপকের সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি। পরিবার তাঁকে ফোনে না পেয়ে বাধ্য হয়ে বন্ধুদের ফোন করেন। সেখান থেকে হোটেলের ঠিকানা নিয়ে তাঁরা হোটেলের সঙ্গে যোগাযোগ করেন।
advertisement
গত শুক্রবার ঘরের বন্ধ দরজা ভেঙে উদ্ধার করা হয় মৈনাক পালের দেহ। সূত্রের খবর, সে সময় তাঁর হাতের শিরায় এবং গলায় ক্ষত ছিল। শনিবার মৈনাক বাবুর মৃতদেহ পোস্টমর্টেম করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। সড়কপথে তাঁর দেহ বনহুগলিতে তাঁর আবাসনে নিয়ে আসা হচ্ছে বলে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বন্ধুরা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিলেন। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে হোটেলের ঘরের দরজা বাইরে থেকে ভেঙে ভিতরে ঢোকে। ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে ছিলেন মৈনাক পাল। আত্মহত্যা না খুন, মৃত্যুর নেপথ্যে সুস্পষ্ট কারণ কী, তা ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভিন রাজ্যের শহরে যদি তাঁকে খুন করা হয়, তার নেপথ্যে কী কারণ রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ।