TRENDING:

Jadavpur University: উপাচার্য দায়িত্ব নিতেই পদত্যাগ করলেন ডিন অফ সায়েন্স, তদন্ত কমিটির কী হবে, সেটাই জল্পনা

Last Updated:

অন্যদিকে, ডিন অফ স্টুটেন্টস রজ রাইকে জিজ্ঞাসাবাদের পরে গত শনিবারই রাত আড়াইটে পর্যন্ত মেইন হস্টেল সুপারকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর৷ সূত্রের খবর, পুলিশের কাছে ডিন দাবি করেছেন, ওই ফোন পাওয়ার পরেই ১০:০৮ নাগাদ তিনি আবার হস্টেল সুপারকে ফোন করে বিষয়টি দেখতে বলেন। কিন্তু পরে ১২:০৮-নাগাদ সুপার ফোন করে ডিনকে ছাত্রের পড়ে যাওয়ার বিষয়টি জানান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পদত্যাগ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ সায়েন্স সুবিনয় চক্রবর্তী৷ সূত্রের খবর, রবিবার বেলা ১২টা বেজে ১৮ মিনিটে তিনি নিজের পদ থেকে ইস্তফা দিতে চেয়ে প্রো ভিসি অমিতাভ দত্তকে একটি ই-মেল করেছেন৷ সেই ই-মেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে চেয়েছেন তিনি৷
advertisement

প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলার বিভাগের প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তরফে যে অন্তর্বর্তী তদন্ত কমিটি তৈরি করা হয়েছে, সেই কমিটির নেতৃত্ব দিচ্ছেন এই সুবিনয়বাবু৷ শনিবারই রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সি ভি আনন্দ বোসের নির্দেশে যাদবপুরের অন্তবর্তী উপাচার্য হিসাবে দায়িত্বগ্রহণ করেছেন গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউ৷ তারপরেই সুবিনয়বাবুর আচমকা পদত্যাগ৷ পদত্যাগের পরে তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে এবার৷

advertisement

অন্যদিকে, ডিন অফ স্টুটেন্টস রজত রাইকে জিজ্ঞাসাবাদের পরে গত শনিবারই রাত আড়াইটে পর্যন্ত মেইন হস্টেল সুপারকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর৷ সূত্রের খবর, পুলিশের কাছে ডিন দাবি করেছেন, ওই ফোন পাওয়ার পরেই ১০:০৮ নাগাদ তিনি আবার হস্টেল সুপারকে ফোন করে বিষয়টি দেখতে বলেন। কিন্তু পরে ১২:০৮-নাগাদ সুপার ফোন করে ডিনকে ছাত্রের পড়ে যাওয়ার বিষয়টি জানান।

advertisement

আরও পড়ুন: ডিন এর ফোন পেয়ে কী করেছিলেন ২ ঘণ্টা? রাত আড়াইটে পর্যন্ত হস্টেল সুপারকে জিজ্ঞাসাবাদ

ডিন এর ফোন এবং ডিনকে ফোন করে ঘটনা সম্পর্কে জানানোর মাঝে প্রায় দু-ঘণ্টার ফারাক৷ এই দু’ঘণ্টা ধরে তিনি কী করছিলেন? মাঝের এই সময়টা তাঁর ভূমিকা কী ছিল? তা নিয়েই এদিন সুপারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷

advertisement

আরও পড়ুন: রুম নম্বর ১০৪! যাবতীয় রহস্য লুকিয়ে এই একটা মাত্র ঘরে, সপ্তককে নিয়ে গোটাটাই ঘুরে দেখল পুলিশ

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই বর্তমান ও প্রাক্তনী ছাত্র মিলিয়ে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে৷ শনিবার গ্রেফতার হয়েছে জয়দীপ ঘোষ নামের এক প্রাক্তনী৷ হস্টেলের বাইরে বাড়ি ভাড়া নিয়ে থাকলেও ঘটনার দিন রাতে ওই ছাত্র হস্টেলে ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ৷ জয়দীপ-সহ কয়েকজনই সেদিন হস্টেলের ভিতরে পুলিশকে ঢুকতে বাধা দিয়েছিল বলে অভিযোগ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University: উপাচার্য দায়িত্ব নিতেই পদত্যাগ করলেন ডিন অফ সায়েন্স, তদন্ত কমিটির কী হবে, সেটাই জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল