প্রসঙ্গত, আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী এর আগেও একবার চর্চায় এসেছিলেন৷ সি ভি আনন্দ বোস যে সময় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্বগ্রহণ করেন, সেই সময় তাঁর ওএসডি পদের গুরুত্বপূর্ণ দায়িত্বভার দেওয়া হয়েছিল এই নন্দিনী চক্রবর্তীকে৷ কিন্তু, রাজ্যপালের ‘হাতে খড়ি’ অনুষ্ঠান এবং বিধানসভায় তাঁর উদ্বোধনী ভাষণ ঘিরে বিরোধী বিজেপির কড়া সমালোচনার মুখে পড়েন নন্দিনী৷
advertisement
এরপরেই তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন রাজ্যপাল৷ তারপর তাঁকে বাবুল সুপ্রিয়ের পর্যটন দফতরের সচিবের পদে নিয়োগ করা হয়৷ তবে সূত্রে খবর, সম্প্রতি বাবুল এবং নন্দিনীর সম্পর্কেও তিক্ততা এসেছে৷ সেই কারণেই এই হঠাৎ রদবদল বলে জল্পনা৷
বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পরে বালিগঞ্জ থেকে উপ নির্বাচন জয়ী হন বাবুল সুপ্রিয়৷ তারপরেই পর্যটন দফতরের দায়িত্ব দেওয়া হয় বাবুলকে৷ জানা গিয়েছে, নিগমের চেয়ারম্যান হিসাবে ইন্দ্রনীলের নাম প্রস্তাব করেন বাবুলই৷
অন্যদিকে, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা। বাঁকুড়া জেলার সাংগঠনিক দায়িত্বও তাঁর কাঁধে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর হাত থেকে মহানায়ক সম্মানও পেয়েছেন তিনি। এবার, আরও এক দায়িত্ব দেওয়া হল সায়ন্তিকাকে।