TRENDING:

Indian Railways: পুজোয় কিংবা শীতে দার্জিলিং-পুরী যাওয়ার প্ল্যান? এক ঝলকে দেখে নিন ট্রেনের টিকিটের কী অবস্থা

Last Updated:

আপনি কি এখনও ভাবছেন বড়দিনের ছুটিতে কোথায় যাবেন? টিকিট তো পাবেনই না, কত ওয়েটিং লিস্ট জানেন? দার্জিলিং মেলে গড়ে সব শ্রেণিতেই ওয়েটিং একশোর উপরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাঙালির ছুটি মানেই তো দী-পু-দা! দিঘা, পুরী আর দার্জিলিং৷ সাধারণ ভাবে চাকুরিজীবী বাঙালি খান দুয়েক বড় ছুটি পায়৷ পুজোর ছুটি আর শীতের ছুটি৷ আর কখনও সখনও বাচ্চাদের গরমের ছুটিও সেই তালিকায় ঢুকে পড়ে৷ তবে পুজো আর শীতের সময়ে চট করে একটু ঘুরে আসা এ অন্তত ৯০ শতাংশ বাঙালির রেগুলার রুটিন৷ আগে থেকে প্ল্যান করে থাকলে ট্রেনের টিকিট থেকে হোটেল বুকিং, কোনও কিছুতেই সমস্যা হয় না৷ কিন্তু, যদি এখনও পুজো আর শীতের ছুটির প্ল্যানিং না করে থাকেন…তাহলে এক ঝলকে দেখে নিন ট্রেনের টিকিটের অবস্থাটা৷
advertisement

আপনি কি এখনও ভাবছেন বড়দিনের ছুটিতে কোথায় যাবেন? টিকিট তো পাবেনই না, কত ওয়েটিং লিস্ট জানেন? দার্জিলিং মেলে গড়ে সব শ্রেণিতেই ওয়েটিং একশোর উপরে।

এছাড়া পদাতিক, উত্তরবঙ্গ ও কাঞ্চনকন্যা এক্সপ্রেসেও ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর অপেক্ষমান যাত্রী তালিকা গড়ে পঞ্চাশের উপর। আর বন্দে ভারত! তাতেও সেই একই অবস্থা৷ ২৩ ডিসেম্বর ওয়েটিং একশোর কাছাকাছি।

advertisement

আরও পড়ুন: জেনারেলের টিকিট কেটে শুয়ে শুয়ে যেতে পারবেন স্লিপার ক্লাসে, রেলের এই নতুন নিয়ম জানেন..

কামরূপ কিংবা সরাইঘাটেও প্রচুর ওয়েটিং। ২২ ডিসেম্বরে যদিওবা অপেক্ষমান যাত্রিতালিকা ১০০-র নীচে, ২৩ তারিখ থেকে তো কোনও কথাই নেই।

এবার আসি পুরীর বিষয়ে। ১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ২২, ২৩, ২৪ ডিসেম্বর ১৫০-এরও উপরে ওয়েটিং।

advertisement

আরও পড়ুন: ভারতীয়দের গড় আয়ু কমে যাচ্ছে প্রায় ৫ বছর, দিল্লিবাসীর ১২! দূষণের জন্য জীবন থেকে কত বছর হারাচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষ?

তাই যদি বড়দিনের ছুটিতে আর পাঁচটা বাঙালির মতো দার্জিলিং বা পুরী বেড়াতে চান, তবে অনতিবিলম্বে পরিকল্পনাটা সেরে ফেলুন। সব গাড়িতেই টিকিট প্রায় শেষ হয়ে আসছে। কপালে দুঃখ আছে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: পুজোয় কিংবা শীতে দার্জিলিং-পুরী যাওয়ার প্ল্যান? এক ঝলকে দেখে নিন ট্রেনের টিকিটের কী অবস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল