আপনি কি এখনও ভাবছেন বড়দিনের ছুটিতে কোথায় যাবেন? টিকিট তো পাবেনই না, কত ওয়েটিং লিস্ট জানেন? দার্জিলিং মেলে গড়ে সব শ্রেণিতেই ওয়েটিং একশোর উপরে।
এছাড়া পদাতিক, উত্তরবঙ্গ ও কাঞ্চনকন্যা এক্সপ্রেসেও ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর অপেক্ষমান যাত্রী তালিকা গড়ে পঞ্চাশের উপর। আর বন্দে ভারত! তাতেও সেই একই অবস্থা৷ ২৩ ডিসেম্বর ওয়েটিং একশোর কাছাকাছি।
advertisement
আরও পড়ুন: জেনারেলের টিকিট কেটে শুয়ে শুয়ে যেতে পারবেন স্লিপার ক্লাসে, রেলের এই নতুন নিয়ম জানেন..
কামরূপ কিংবা সরাইঘাটেও প্রচুর ওয়েটিং। ২২ ডিসেম্বরে যদিওবা অপেক্ষমান যাত্রিতালিকা ১০০-র নীচে, ২৩ তারিখ থেকে তো কোনও কথাই নেই।
এবার আসি পুরীর বিষয়ে। ১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ২২, ২৩, ২৪ ডিসেম্বর ১৫০-এরও উপরে ওয়েটিং।
তাই যদি বড়দিনের ছুটিতে আর পাঁচটা বাঙালির মতো দার্জিলিং বা পুরী বেড়াতে চান, তবে অনতিবিলম্বে পরিকল্পনাটা সেরে ফেলুন। সব গাড়িতেই টিকিট প্রায় শেষ হয়ে আসছে। কপালে দুঃখ আছে৷