Indian Railways: জেনারেলের টিকিট কেটে শুয়ে শুয়ে যেতে পারবেন স্লিপার ক্লাসে, রেলের এই নতুন নিয়ম জানেন..

Last Updated:
রেলের আয়বৃদ্ধি এবং যাত্রী সাধারণের সুবিধাকে প্রাধান্য দিয়ে যত দ্রুত সম্ভব এই সিদ্ধান্ত কার্যকর করার দিকে জোর দিয়েছেন রেল কর্তৃপক্ষ
1/6
কোভিড অতিমারির সময়ে দেশজুড়ে দীর্ঘদিন বন্ধ ছিল রেল চলাচল৷ যার জেরে চরম ক্ষতির মুখে পড়তে হয়েছে রেল-কে৷ সেই ক্ষতির বহর সামলাতে তাই একের পর এক পরিকল্পনা করছেন রেল কর্তৃপক্ষ৷ নেওয়া হচ্ছে পদক্ষেপও৷ আসছে একাধিক নতুন নিয়মকানুন৷ এরই মধ্যে নতুন আরেক সিদ্ধান্ত নিয়েছে রেল৷ যাতে রেলে তো বটেই উপকৃত হবেন যাত্রী সাধারণও৷
কোভিড অতিমারির সময়ে দেশজুড়ে দীর্ঘদিন বন্ধ ছিল রেল চলাচল৷ যার জেরে চরম ক্ষতির মুখে পড়তে হয়েছে রেল-কে৷ সেই ক্ষতির বহর সামলাতে তাই একের পর এক পরিকল্পনা করছেন রেল কর্তৃপক্ষ৷ নেওয়া হচ্ছে পদক্ষেপও৷ আসছে একাধিক নতুন নিয়মকানুন৷ এরই মধ্যে নতুন আরেক সিদ্ধান্ত নিয়েছে রেল৷ যাতে রেলে তো বটেই উপকৃত হবেন যাত্রী সাধারণও৷
advertisement
2/6
জানা গিয়েছে, সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে জেনারেল স্লিপার ক্লাসের GSCN কোচকে জেনারেল (অসংরক্ষিত) GS কোচে পরিণত করার নির্দেশ জারি করেছে রেলওয়ে বোর্ড। গত ২১ মে রেলের অভ্যন্তরীণ একটি বৈঠকে দেওয়া হয়েছে বার্তা৷
জানা গিয়েছে, সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে জেনারেল স্লিপার ক্লাসের GSCN কোচকে জেনারেল (অসংরক্ষিত) GS কোচে পরিণত করার নির্দেশ জারি করেছে রেলওয়ে বোর্ড। গত ২১ মে রেলের অভ্যন্তরীণ একটি বৈঠকে দেওয়া হয়েছে বার্তা৷
advertisement
3/6
রেলবোর্ডের ওই বার্তায় জানানো হয়েছে, যে যে ট্রেনের সংরক্ষিত স্লিপার কোচে যাত্রীর সংখ্যা কম হয়, সেই সেই ট্রেনগুলিকে চিহ্নিত করতে হবে। তারপরে সংশ্লিষ্ট ট্রেনগুলির সংরক্ষিত স্লিপার কোচগুলিকে পরিণত করা হবে জেনারেল কোচে৷ এ বিষয়ে ট্রেনের নাম এবং তার টিকিট বিক্রির খতিয়ান দিয়ে রেলওয়ে বোর্ডের কাছে জানিয়ে সুপারিশ করবে রেলের বিভিন্ন জোন।
রেলবোর্ডের ওই বার্তায় জানানো হয়েছে, যে যে ট্রেনের সংরক্ষিত স্লিপার কোচে যাত্রীর সংখ্যা কম হয়, সেই সেই ট্রেনগুলিকে চিহ্নিত করতে হবে। তারপরে সংশ্লিষ্ট ট্রেনগুলির সংরক্ষিত স্লিপার কোচগুলিকে পরিণত করা হবে জেনারেল কোচে৷ এ বিষয়ে ট্রেনের নাম এবং তার টিকিট বিক্রির খতিয়ান দিয়ে রেলওয়ে বোর্ডের কাছে জানিয়ে সুপারিশ করবে রেলের বিভিন্ন জোন।
advertisement
4/6
সূত্রের খবর, ক্ষতির মুখে পড়ে বর্তমানে একাধিক ট্রেনেই জেনারেল (অসংরক্ষিত) -এর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে৷ তার বদলে বাড়িয়ে দেওয়া হয়েছে থ্রি টায়ার এসি কোচের সংখ্যা৷ কারণ, সেই কোচ থেকে লাভ করে রেল৷ অন্যদিকে, জেনারেল কোচ দেয় শুধুই লোকসান৷
সূত্রের খবর, ক্ষতির মুখে পড়ে বর্তমানে একাধিক ট্রেনেই জেনারেল (অসংরক্ষিত) -এর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে৷ তার বদলে বাড়িয়ে দেওয়া হয়েছে থ্রি টায়ার এসি কোচের সংখ্যা৷ কারণ, সেই কোচ থেকে লাভ করে রেল৷ অন্যদিকে, জেনারেল কোচ দেয় শুধুই লোকসান৷
advertisement
5/6
জেনারেল কোচে সর্বাধিক ৯০ জনের বসার বন্দোবস্ত থাকলেও তাতে কখনও কখনও ১৮০ সংখ্যক মানুষকে উঠতে দেখা যায়৷ যার ফল হয়, ধাক্কাধাক্কি, ভিড়, অস্বাস্থ্যকর পরিবেশ৷ অন্যদিকে, একটি স্লিপার কোচে ৭২ থেকে ৮০ টি বার্থ থাকে৷ ফলে সেখানে আরও বেশি সংখ্যক যাত্রী যথেষ্ট স্বচ্ছন্দে যাতায়াত করতে পারবেন বলে মত রেল আধিকারিকদের একাংশের৷
জেনারেল কোচে সর্বাধিক ৯০ জনের বসার বন্দোবস্ত থাকলেও তাতে কখনও কখনও ১৮০ সংখ্যক মানুষকে উঠতে দেখা যায়৷ যার ফল হয়, ধাক্কাধাক্কি, ভিড়, অস্বাস্থ্যকর পরিবেশ৷ অন্যদিকে, একটি স্লিপার কোচে ৭২ থেকে ৮০ টি বার্থ থাকে৷ ফলে সেখানে আরও বেশি সংখ্যক যাত্রী যথেষ্ট স্বচ্ছন্দে যাতায়াত করতে পারবেন বলে মত রেল আধিকারিকদের একাংশের৷
advertisement
6/6
রেলের আয়বৃদ্ধি এবং যাত্রী সাধারণের সুবিধাকে প্রাধান্য দিয়ে যত দ্রুত সম্ভব এই সিদ্ধান্ত কার্যকর করার দিকে জোর দিয়েছেন রেল কর্তৃপক্ষ
রেলের আয়বৃদ্ধি এবং যাত্রী সাধারণের সুবিধাকে প্রাধান্য দিয়ে যত দ্রুত সম্ভব এই সিদ্ধান্ত কার্যকর করার দিকে জোর দিয়েছেন রেল কর্তৃপক্ষ
advertisement
advertisement
advertisement