Air pollution: ভারতীয়দের গড় আয়ু কমে যাচ্ছে প্রায় ৫ বছর, দিল্লিবাসীর ১২! দূষণের জন্য জীবন থেকে কত বছর হারাচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষ?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
২০১৩ থেকে ২০২১ সালের মধ্যে সারা বিশ্বে যতটা particulate পলিউশন হয়েছে, তার ৫৯.১ শতাংশই ভারতের৷ কিন্তু, এই সব পরিংসখ্যান জেনে কী হবে? জানতে হবে, এই যে বায়ুদূষণের বাড়বাড়ন্ত কী চরম ক্ষতি করছে আমাদের৷ সম্প্রতি শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় সামনে এসেছে শিউরে ওঠার মতো তথ্য৷
বিগত কয়েক দশকে ভারতে ভয়াবহ ভাবে বেড়েছে বায়ুদূষণের মাত্রা৷ শুধুমাত্র ১৯৯৮ থেকে ২০২১ সালের মধ্যে বাতাসে ভেসে বেড়ানো সূক্ষ্ম কঠিন কণার পরিমাণ (particulate matter, pm) বেড়েছে ৬৭.৭ শতাংশ৷ প্রসঙ্গত, এই সূক্ষ্ম ধূলিকণার দূষণের জেরে শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে হৃদরোগ এমনকি, ক্যানসারে পর্যন্ত আক্রান্ত হন মানুষ৷ তা মধ্যেই সামনে এসেছে আতঙ্কের নতুন কারণ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সবচেয়ে বেশি খারাপ অবস্থা রাজধানী নয়াদিল্লির৷ গবেষকেরা জানাচ্ছেন, যদি এখনও ভারত WHO-এর গাইডলাইন অনুযায়ী বায়ুদূষণ নিয়ন্ত্রণ করতে পারে, তাহলেও দিল্লিবাসীর গড় আয়ু ১১.৯ বছর বেড়ে যাবে৷ কিন্তু, যদি বর্তমান অবস্থাই চলতে থাকে, দিল্লিবাসী তাঁদের জীবন থেকে হারাবেন প্রায় ১২টা বছর৷ কোথায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ?
advertisement