Air pollution: ভারতীয়দের গড় আয়ু কমে যাচ্ছে প্রায় ৫ বছর, দিল্লিবাসীর ১২! দূষণের জন্য জীবন থেকে কত বছর হারাচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষ?

Last Updated:
২০১৩ থেকে ২০২১ সালের মধ্যে সারা বিশ্বে যতটা particulate পলিউশন হয়েছে, তার ৫৯.১ শতাংশই ভারতের৷ কিন্তু, এই সব পরিংসখ্যান জেনে কী হবে? জানতে হবে, এই যে বায়ুদূষণের বাড়বাড়ন্ত কী চরম ক্ষতি করছে আমাদের৷ সম্প্রতি শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় সামনে এসেছে শিউরে ওঠার মতো তথ্য৷
1/7
বিগত কয়েক দশকে ভারতে ভয়াবহ ভাবে বেড়েছে বায়ুদূষণের মাত্রা৷ শুধুমাত্র ১৯৯৮ থেকে ২০২১ সালের মধ্যে বাতাসে ভেসে বেড়ানো সূক্ষ্ম কঠিন কণার পরিমাণ (particulate matter, pm) বেড়েছে ৬৭.৭ শতাংশ৷ প্রসঙ্গত, এই সূক্ষ্ম ধূলিকণার দূষণের জেরে শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে হৃদরোগ এমনকি, ক্যানসারে পর্যন্ত আক্রান্ত হন মানুষ৷ তা মধ্যেই সামনে এসেছে আতঙ্কের নতুন কারণ৷
বিগত কয়েক দশকে ভারতে ভয়াবহ ভাবে বেড়েছে বায়ুদূষণের মাত্রা৷ শুধুমাত্র ১৯৯৮ থেকে ২০২১ সালের মধ্যে বাতাসে ভেসে বেড়ানো সূক্ষ্ম কঠিন কণার পরিমাণ (particulate matter, pm) বেড়েছে ৬৭.৭ শতাংশ৷ প্রসঙ্গত, এই সূক্ষ্ম ধূলিকণার দূষণের জেরে শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে হৃদরোগ এমনকি, ক্যানসারে পর্যন্ত আক্রান্ত হন মানুষ৷ তা মধ্যেই সামনে এসেছে আতঙ্কের নতুন কারণ৷
advertisement
2/7
২০১৩ থেকে ২০২১ সালের মধ্যে সারা বিশ্বে যতটা particulate পলিউশন হয়েছে, তার ৫৯.১ শতাংশই ভারতের৷ কিন্তু, এই সব পরিংসখ্যান জেনে কী হবে? জানতে হবে, এই যে বায়ুদূষণের বাড়বাড়ন্ত কী চরম ক্ষতি করছে আমাদের৷ সম্প্রতি শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় সামনে এসেছে শিউরে ওঠার মতো তথ্য৷
২০১৩ থেকে ২০২১ সালের মধ্যে সারা বিশ্বে যতটা particulate পলিউশন হয়েছে, তার ৫৯.১ শতাংশই ভারতের৷ কিন্তু, এই সব পরিংসখ্যান জেনে কী হবে? জানতে হবে, এই যে বায়ুদূষণের বাড়বাড়ন্ত কী চরম ক্ষতি করছে আমাদের৷ সম্প্রতি শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় সামনে এসেছে শিউরে ওঠার মতো তথ্য৷
advertisement
3/7
গবেষণায় জানা গিয়েছে, পার্টিকুলেট পলিউশন, বা বায়ুতে সূক্ষ্ম কঠিন কণার দূষণের কারণে ভারতীয়দের গড় আয়ু প্রায় ৫.৩ বছর কমে যাচ্ছে৷ যেখানে হৃদযন্ত্রের সমস্যার কারণে ভারতীয়ের গড় আয়ু কমে ৪.৫ বছর এবং অপুষ্টিজনিত কারণে কমে ১.৮ বছর৷ রয়েছে আরও তথ্য..
গবেষণায় জানা গিয়েছে, পার্টিকুলেট পলিউশন, বা বায়ুতে সূক্ষ্ম কঠিন কণার দূষণের কারণে ভারতীয়দের গড় আয়ু প্রায় ৫.৩ বছর কমে যাচ্ছে৷ যেখানে হৃদযন্ত্রের সমস্যার কারণে ভারতীয়ের গড় আয়ু কমে ৪.৫ বছর এবং অপুষ্টিজনিত কারণে কমে ১.৮ বছর৷ রয়েছে আরও তথ্য..
advertisement
4/7
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে চলে এখনও যদি বায়ুদূষণ কমানো যায়, তাহলে বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু ২.৩ বছর বেড়ে যাবে। কিন্তু, এমনটা হচ্ছে কই! উত্তর ভারতের অবস্থা শুনলে তো রীতিমতো আতঙ্কিত হতে হয়!
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে চলে এখনও যদি বায়ুদূষণ কমানো যায়, তাহলে বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু ২.৩ বছর বেড়ে যাবে। কিন্তু, এমনটা হচ্ছে কই! উত্তর ভারতের অবস্থা শুনলে তো রীতিমতো আতঙ্কিত হতে হয়!
advertisement
5/7
জানা গিয়েছে, বায়ুদূষণের ফলে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তর ভারত৷ উত্তর ভারতের মোট জনসংখ্যা ৫২১.২ মিলিয়ন, যা ভারতের মোট জনসংখ্যার ৩৮.৯ শতাংশ৷ আশঙ্কার কথা, এই বিস্তীর্ণ অংশের মানুষের গড় আয়ু বায়ুদূষণজনিত কারণে কমে যাচ্ছে প্রায় ৮ বছর৷
জানা গিয়েছে, বায়ুদূষণের ফলে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তর ভারত৷ উত্তর ভারতের মোট জনসংখ্যা ৫২১.২ মিলিয়ন, যা ভারতের মোট জনসংখ্যার ৩৮.৯ শতাংশ৷ আশঙ্কার কথা, এই বিস্তীর্ণ অংশের মানুষের গড় আয়ু বায়ুদূষণজনিত কারণে কমে যাচ্ছে প্রায় ৮ বছর৷
advertisement
6/7
সবচেয়ে বেশি খারাপ অবস্থা রাজধানী নয়াদিল্লির৷ গবেষকেরা জানাচ্ছেন, যদি এখনও ভারত WHO-এর গাইডলাইন অনুযায়ী বায়ুদূষণ নিয়ন্ত্রণ করতে পারে, তাহলেও দিল্লিবাসীর গড় আয়ু ১১.৯ বছর বেড়ে যাবে৷ কিন্তু, যদি বর্তমান অবস্থাই চলতে থাকে, দিল্লিবাসী তাঁদের জীবন থেকে হারাবেন প্রায় ১২টা বছর৷ কোথায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ?
সবচেয়ে বেশি খারাপ অবস্থা রাজধানী নয়াদিল্লির৷ গবেষকেরা জানাচ্ছেন, যদি এখনও ভারত WHO-এর গাইডলাইন অনুযায়ী বায়ুদূষণ নিয়ন্ত্রণ করতে পারে, তাহলেও দিল্লিবাসীর গড় আয়ু ১১.৯ বছর বেড়ে যাবে৷ কিন্তু, যদি বর্তমান অবস্থাই চলতে থাকে, দিল্লিবাসী তাঁদের জীবন থেকে হারাবেন প্রায় ১২টা বছর৷ কোথায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ?
advertisement
7/7
সব শেষে আসা যাক পশ্চিমবঙ্গের কথায়৷ এ রাজ্যের উত্তর ২৪ পরগণা হল দেশের দ্বিতীয় জনঘনত্বযুক্ত জেলা৷ রিপোর্ট অনুযায়ী, বর্তমান দূষণের হার বজায় থাকলে উত্তর ২৪ পরগণার মানুষের গড় আয়ু ৫.৬ বছর কমে যাবে আগামিদিনে৷ কলকাতার পরিস্থিতি কোথায় দাঁড়াবে তা অবশ্য নির্দিষ্ট ভাবে জানা যায়নি এই রিপোর্টে৷
সব শেষে আসা যাক পশ্চিমবঙ্গের কথায়৷ এ রাজ্যের উত্তর ২৪ পরগণা হল দেশের দ্বিতীয় জনঘনত্বযুক্ত জেলা৷ রিপোর্ট অনুযায়ী, বর্তমান দূষণের হার বজায় থাকলে উত্তর ২৪ পরগণার মানুষের গড় আয়ু ৫.৬ বছর কমে যাবে আগামিদিনে৷ কলকাতার পরিস্থিতি কোথায় দাঁড়াবে তা অবশ্য নির্দিষ্ট ভাবে জানা যায়নি এই রিপোর্টে৷
advertisement
advertisement
advertisement