উদ্ধার করা জিনিসপত্রের মোট মূল্য প্রায় ৩,১৪,২০০ টাকা। এই উদ্ধারকার্য চলে হাওড়া, বর্ধমান, ব্যান্ডেল, সাঁইথিয়া, রামপুরহাট, শিয়ালদহ, বালিগঞ্জ, বনগাঁ, ব্যারাকপুর, আসানসোল, জামতাড়া, দুমকা, দুর্গাপুর, জসিডিহ এবং মালদয় রেলওয়ে স্টেশন ও চত্বরে। পূর্ব রেলের রেল রক্ষী বাহিনীর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ”উদ্ধার করা সমস্ত জিনিসপত্র যত্ন সহকারে যাচাই করা হয় এবং যথাযথ নথিভুক্তিকরণের পর প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। নিজেদের জিনিসপত্র ফেরত পেয়ে যাত্রীরা পূর্ব রেল, বিশেষ করে আরপিএফ কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।”
advertisement
এই অপারেশনের মূল উদ্দেশ্য হল ট্রেন বা রেল স্টেশনে যাত্রীদের ফেলে যাওয়া বা হারিয়ে যাওয়া জিনিসপত্র যেমন মোবাইল ফোন, ব্যাগ, লাগেজ উদ্ধার করে ফিরিয়ে দেওয়া। একটি অনলাইন পোর্টাল এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে যাত্রীদের হারানো জিনিসপত্র খুঁজে পেতে ও ফেরত পেতে সাহায্য করা হয়।
