এই অভিযানের অংশ হিসেবে, ডিভিশনাল সিকিউরিটি কমিশনার এ. কে. কুল্লু-র তত্ত্বাবধানে মালদহ বিভাগের রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) পরিচ্ছন্নতার নিয়মভঙ্গের বিরুদ্ধে কড়া নজরদারি শুরু করেছে। প্ল্যাটফর্ম বা ট্রেনের ভিতরে থুতু ফেলা, ময়লা ফেলা বা ধূমপান করার মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
advertisement
গত জুন ২০২৫, মাসে এই অভিযানের অংশ হিসেবে মোট ৯০৪ জন যাত্রীকে নিয়ম ভঙ্গের জন্য আটক ও জরিমানা করা হয়েছে। এর মধ্যে ৭৭০ জন যাত্রীকে ময়লা ফেলার অপরাধে, এবং ১৩৪ জনকে রেল চত্বরে ধূমপান করার অপরাধে জরিমানা করা হয়েছে।এই অভিযানে মোট ₹১,৮১,৭০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও রেল চত্বরে নাগরিক দায়িত্বের বোধ জাগানো। মালদহ বিভাগ সমস্ত যাত্রীদের কাছে আবেদন জানাচ্ছে— রেল স্টেশন ও ট্রেন চত্বরে ময়লা ফেলা ও ধূমপান করা থেকে বিরত থাকুন। পরিষ্কার,পরিচ্ছন্ন ও যাত্রীবান্ধব ভারতীয় রেল গড়ে তুলতে অংশগ্রহণ করুন। বাকি ডিভিশনেও চলছে এমন অভিযান।