ঘটনায় গ্রেফতার হন,অক্ষয় কুমার মিশ্রা। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্মিতা সাহার পর্যবেক্ষণে ২১ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।আজ অক্ষয় কুমার মিশ্রা কে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়।
আরও পড়ুন: ইডি কেন রাজ্যে? CBI তদন্তে সর্ষের মধ্যে 'ভূত' পাচ্ছেন খোদ দিলীপ, দিলেন 'সেটিং' তত্ত্ব!
কোর্টে আজও কেউ সওয়াল করলেন না অক্ষয় কুমার মিশ্রার হয়ে। ঘটনার পর লালবাজারের হোমিসাইড শাখা কেসটির তদন্ত শুরু করে। ধৃতকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত দেওয়া হয়েছে। লালাবাজারের তরফ থেকে অভিযুক্তের TI প্যারেডের আবেদন মঞ্জুর করেছে আদালত।
advertisement
প্রসঙ্গত, ঘটনার পরে অক্ষয় মিশ্রার অভিযোগ ছিল, জুনে তাকে ইউনিটের অস্ত্রাগার পাহারার দায়িত্ব দেওয়া হয়। এতে সে অখুশি ছিল। তার ধারণা হয়, তাকে ফাঁসানোর জন্যই এই ঝামেলার কাজ দেওয়া হয়েছিল। ষড়যন্ত্র করতে তার ঘুমোনোর ছবি তুলে অন্যত্র পাঠানো হয়েছে বলেও অক্ষয় অভিযোগ তোলে। অন্যদিকে, ছুটি না-পাওয়ার জেরেই কি এত রাগ? সেই নিয়েও প্রশ্ন উঠছে। যা মানতে চাইছেন না বাহিনীর কর্তারা। জানানো হয়েছে, বাবা মারা যাওয়ার পরে এক মাস ছুটি পেয়েছিল অক্ষয়। তখন জম্মু-কাশ্মীরে ডিউটিতে ছিল সে। তার পরে, গত ২৫ এপ্রিল তাকে কলকাতায় এসে কাজে যোগ দিতে বলা হয়।
অর্পণ মণ্ডল