আজ আমরা এমনই কিছু শহরের কথা জেনে নেব যেখানে বায়ুর গুণগত মান এতটাই খারাপ যে তা বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর অত্যন্ত খারাপ প্রভাব ফেলছে। এখানে রইল ভারতের সবচেয়ে দূষিত বায়ুযুক্ত ১০টি শহরের তালিকা। শীত পড়বে আর কিছু দিনের মধ্যেই, অতএব, ঠাণ্ডার মরশুমে দূষিত বায়ু যাতে সমস্যা তৈরি করতে না পারে, সে সম্পর্কে অবহিত থাকা আমাদের সবারই প্রয়োজন।
advertisement
হনুমানগড়
এই শহরে বায়ুদূষণের পরিমাপ ৩৪২, এর অর্থ ‘অত্যন্ত দূষিত বায়ু’।
কাইথাল
হরিয়ানার এই শহরে বায়ুর গুণমান ২৭৫ যা সূচিত করে এই শহরে বায়ুদূষণের পরিমাণ অত্যন্ত বেশি।
আরও পড়ুন: ‘উন্নয়ন থমকে গেল’, জ্যোতিপ্রিয় গ্রেফতার হতেই আশঙ্কায় ‘দেশের বাড়ি’
গ্রেটার নয়ডা
এই শহরে বায়ুর গুণমান সূচক ২৪৮, এই শহরকে ভারতের পঞ্চম দূষিত শহর বলা হয়।
কুরুক্ষেত্র
২৬ অক্টোবর, ২০২৩ তারিখ অনুযায়ী এই শহরে বায়ুর গুণমাণ সূচক ২৬০।
দিল্লি
ভারতের রাজধানী এই শহর বহুবার দেশের অন্যতম দূষিত বায়ুর তালিকায় ছিল।
আরও পড়ুন: ঠিক রাত বারোটা, এল একটি ফোন, বদলে গেল সব! হঠাৎ কার ‘কথায়’ গ্রেফতার জ্যোতিপ্রিয়?
ফরিদাবাদ
এই শহরে বায়ুর গুণমাণ সূচক ২৫৪।
গাজিয়াবাদ
ভারতের অন্যতম বায়ুদূষিত শহরের তালিকায় রয়েছে গাজিয়াবাদ। এই শহরের বায়ুর গুণমাণ সূচক ২৩৫।
গুরুগ্রাম
গুরুগ্রামের বায়ুর গুণমাণ সূচক ২৩০, যা বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্যের জন্য বিশেষ ক্ষতিকর।
জিন্দ
বায়ুর গুণমাণ সূচক ২২০ সহ এই শহরও দূষিত বায়ুযুক্ত শহরের তালিকায় উঠে এসেছে।
সোনিপত
বায়ুর গুণমাণ সূচক ২০৩ হওয়ায় এই শহরের বাসিন্দাদের মধ্যে শ্বাসকষ্টের সম্ভাবনা দেখা দিয়েছে।