মৃত ঘোড়াটির নাম ছিল ভয়েস অফ রিজন। চার মাস আগে ঘোড়াটি রেস কোর্সের তরফ থেকে মাউন্টেড পুলিশকে দেওয়া হয়েছিল। খুব চনমনে ছিল ঘোড়াটি।
আরও পড়ুন: সাইকেলের লিক সারাতেন এক সময়, এখন একাই বুর্জ খলিফার ২২ ফ্ল্যাটের মালিক! কে এই ব্যক্তি?
ইডেনে খেলা হওয়ার শেষে হয় আতশবাজির প্রদর্শনী। তাতেই ঘোড়ায় বসে থাকা পুলিশ পড়ে আহত। ঘোড়া পুলিশের কাছে নাকি খবর ছিল না আতশবাজি প্রদর্শনী হবে। তাই ঘোড়াগুলি ছাড়া ছিল। আতশবাজির ঠেলায় ঘোড়াগুলো লাফাতে শুরু করে। আর তখনই দুজন আহত হন। খেলা দেখতে আসা এক মহিলার পা ভেঙে গিয়েছে বলেও খবর। ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষে বাজি প্রদর্শনী চলার সময় বাজির আওয়াজে বেকাবু হয়ে যায় মাউন্টেন পুলিশের ঘোড়াগুলি।
advertisement
আরও পড়ুন: জানা গেল দিনক্ষণ, ‘গরিবের বন্দে ভারত’ এবার দাপাবে দেশ! কোন রুটে, জানলে চমকে উঠবেন
সেই সময় ঘোড়া থেকে পরে গিয়ে দুই মাউন্টেড পুলিশ আহত হন।পাশাপাশি আহত হন দুই দর্শক। আহত হয় ঘোড়াটিও। তড়িঘড়ি আহত পুলিশদের আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ও আহত দুই দর্শককে এসএসকেএম-এর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়।