রাজ্যসভার পঞ্চম আসনে নির্দল প্রার্থী হিসাবে লড়াইয়ে নেমেছিলেন দীনেশ বাজাজ। তৃণমূল তাঁকে সমর্থনও করে। কিন্তু শেষ পর্যন্ত তাঁর মনোনয়ন বাতিল করে দেওয়া হল। আইনি জটিলতার কারণেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
যদিও বাম প্রার্থী বলছেন, এই ঘটনা না ঘটলেও তিনি জেতার বিষয়ে এককথায় নিশ্চিত ছিলেন। বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, ‘তৃণমূল শেষ মুহূর্তে দীনেশ বাজাজকে প্রার্থী করে একটা চাল দেওয়ার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু আমি জানতাম, বাম ও কংগ্রেসের বিধায়কদের কেনাবেচা করা যায় না, তাই জয়ের বিষয়ে নিশ্চিত ছিলাম।’
advertisement
দীনেশ বাজাজ জানিয়েছেন, তিনি সময়ের অভাবেই আইনি সমস্ত নথি নিয়ে সময়ে তা জমা করতে পারেননি। সেই কারণেই মনোনয়ন বাতিল হয়েছে। কিন্তু একজন বিধায়ক হয়েও কী মনোনয়ন জমা দেওয়ার নিয়ম তিনি জানতেন না? সেই প্রশ্নের উত্তরেও দীনেশ বাজাজ জানিয়েছেন, সবটাই হয়েছে সময়ের অভাবের কারণে। পরবর্তীতে দল কী ব্যবস্থা নেবে, কী পরিকল্পনা করা হবে, সেটাও আলোচনা করে ঠিক করা হবে বলে জানিয়েছেন দীনেশ বাজাজ।
