TRENDING:

Independence Day: স্বাধীনতা দিবসের দিনেই '২৬-এর নির্বাচনে শান্তিরক্ষার বার্তা দিলেন রাজ্যপাল

Last Updated:

Independence Day: ৭৯ তম স্বাধীনতা দিবস পালন করা হল কলকাতার রাজভবনে। রাজ্যপালের উপস্থিতিতে প্রথা  মেনেই পালন করা হল স্বাধীনতা দিবস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ৭৯ তম স্বাধীনতা দিবস পালন করা হল কলকাতার রাজভবনে। রাজ্যপালের উপস্থিতিতে প্রথা  মেনেই পালন করা হল স্বাধীনতা দিবস। এনসিএস টিম করল প্যারেড। রাজভবন চত্বর সাজান হয়েছে খুব সুন্দর করে। রাজ্যপাল বসলেন রাজভবনের সামনের সিঁড়ি থেকে উঠেই একটি রাজকীয় চেয়ারে। সামনে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নৃত্য নাট্যের মধ্যে দিয়ে তুলে ধরা হল।
স্বাধীনতা দিবসের দিনেই ২৬ এর নির্বাচনে শান্তিরক্ষার বার্তা দিলেন রাজ্যপাল
স্বাধীনতা দিবসের দিনেই ২৬ এর নির্বাচনে শান্তিরক্ষার বার্তা দিলেন রাজ্যপাল
advertisement

প্রথমেই ক্ষুদীরাম বসুর ফাঁসি, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদারের সংগ্রাম, মাতঙ্গিনী হাজারার সংগ্রাম ও সর্বোপরি নেতাজি সুভাষ চন্দ্র বসেট অবদান তুলে ধরলেন এক ঝাঁক শিল্পী। ভারতবর্ষ বরাবরই সর্বধর্ম সমন্বয়ের দেশ৷

আরও পড়ুন: মলমূত্রের ব্রিফকেস থেকে পরমাণু স‍্যুটকেস! রাশিয়ার প্রেসিডেন্টকে কীভাবে রক্ষা করেন তাঁর নিরাপত্তারক্ষীরা? পুতিনের বডিগার্ডদের কাছে কী কী থাকে জানলে চমকে যাবেন

advertisement

তাই রাজভবনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের শুরুতেই কবির সুমনের গানে গানে , শিখ , হিন্দু , জৈন, মুসলিম ইত্যাদি আরও নানান ধর্মের পরিবেশন করা হল। এই সব কিছুর মাঝে নজর কাড়ল যে বিষয়টি তা হল এই শহরের একটি স্কুল থেকে আজ রাজভবনে উপস্থিত ছিলেন স্পেশাল কিছু ছাত্রছাত্রী। এরা প্রত্যেকেই বিশেষভাবে সক্ষম।

advertisement

রাজ্যপাল যেখানে বসে রয়েছেন সেখান থেকে নেমে এলে একদম ডান দিকে তাদের শিক্ষিকাদের সঙ্গে বসে রয়েছেন এই শিশুরা। যাদের কারোর হাতে পতাকা আবার কারোর হাতে ‘অপু-দূর্গা’র রেল লাইন দেখতে যাওয়ার ছবি। ছোট ছোট হাতে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পতাকা ও এই ছবি তুলে দিল খুদেরা। রাজ্যপাল তাদের ও তাদের শিক্ষিকাদের হাতে তুলে দিলেন চকলেট।

advertisement

আরও পড়ুন: ভারতের স্বাধীনতার সবচেয়ে বড় রহস্য! ৩ ‘অলৌকিক’ গুপ্তচর – কারও অস্ত্র বাঘের লোম, কেউ বা ছদ্ম লামা! জানেন এই কাহিনি? ফেল করে যাবে আজকের সব স্পাই সিরিজও

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

অনুষ্ঠানের শেষে বিকশিত ভারত নিয়ে বললেন রাজ্যপাল। সাংবাদিকদের মুখোমুখি বললেন, ‘‘আমি আজ রাজ্যবাসী তথা দেশবাসী কে এই মহান দেশের অংশ হওয়ার জন্য হার্দিক অভিনন্দন জানাই । আমি  প্রথমেই একজন ভারতীয়, আমি দক্ষিণ ভারতীয় নই। আজ এই ভারত বিকশিত ভারত, আত্মনির্ভর ভারত, শক্তিশালী ভারত। এরপরেই আসন্ন ২০২৬ এর বিধানসভা নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হোক। মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক।’’ বলে নির্বাচনের বেশ কয়েকমাস আগেই রাজভবনে স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গবাসীকে বার্তা দিলেন রাজ্যপাল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Independence Day: স্বাধীনতা দিবসের দিনেই '২৬-এর নির্বাচনে শান্তিরক্ষার বার্তা দিলেন রাজ্যপাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল