আরও পড়ুন - ভোট দিলেন মোদি, লম্বা লাইন বিধানসভাতেও! জোড়া নজির গড়ে রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায় দ্রৌপদী
আরও পড়ুন: বিজেপির হাত ধরে বাংলায় আগমন 'হোটেল সংস্কৃতি'? রাজনৈতিক মহলে জোর চর্চা
এ ছাড়া লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে জিতে যাওয়া বিজেপি সাংসদরা ভোট দিয়েছেন দিল্লিতে। মোট ১৭ জন সাংসদের মধ্যে অর্জুন সিং বাদে সকলেই দিল্লিতে ভোট দিয়েছেন। তৃণমূলের ২৩ জন সাংসদের মধ্যে দু’জন দিল্লিতে ভোট দিয়েছেন। দিল্লিতে ভোট দিয়েছেন, শত্রুঘ্ন সিনহা ও সিএম জাটুয়া। এ ছাড়া শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী দিল্লিতে ভোট দিয়েছেন। তৃণমূলের রাজ্যসভার সাংসদদের মধ্যে ১৩ জন ভোট দিয়েছেন এ রাজ্যেই। রাজ্যভার মোট ১৬ জনের মধ্যে বাকি তিন জন, অর্থাৎ বিকাশ ভট্টাচার্য, প্রদীপ ভট্টাচার্য, অভিষেক মনু সিংভি দিল্লিতে ভোট দিয়েছেন। এ ছাড়া অধীর চৌধুরী-সহ কংগ্রেসের দু’জন লোকসভার সদস্য দিল্লিতে ভোট দিয়েছেন।
advertisement
আবীর ঘোষাল
