গ্রেফতার করা হয় তিনজনকে। ধৃতদের নাম অভিজিৎ বসাক, মোহাম্মদ সাহানি আলম , বিশ্বজিৎ দাস | ধৃতদের মধ্যে রয়েছেন বারের ম্যানেজার ও কর্মীরা। ধৃত অভিজিতের বাড়ি নারকেলডাঙ্গা, সাহানি বাড়ি তপসিয়া ও বিশ্বজিতের বাড়িময়ূর ভঞ্জ রোড | কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা আধিকারিকরা ধৃত তিন জনকে ভবানীপুর থানার হাতে তুলে দেয় |ভবানীপুরে এলেনবাই রোডে ওই হুক্কাবার গুলোতে দীর্ঘ দিন ধরে বেআইনি ভাবে চলছিল বলে অভিযোগ ।
advertisement
গোয়েন্দাদের কাছে খবর ছিল | সেখানে মাঝে মধ্যে হুক্কা পার্টি চলত । ফলে গোয়েন্দারা ভবানীপুর পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় | গ্রেপ্তারের পর ভবানী পুর থানার হাতে অভিযুক্তদের তুলে দেওয়া হয়েছে |শুক্রবার হুক্কবারের এক কর্মী জানান, " বৃহস্পতিবার সন্ধেতে কয়েকজন পুলিশ কর্মী আসেন | হুক্কবারে লাইসেন্স ছিল না সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন | বেআইনি ভাবে কী ভাবে চলছে? কত দিন ধরে চলছে ? এসব সদুত্তর না পেয়ে ম্যানেজার ও কর্মীদের গ্রেপ্তার করে | মোট তিন জনকে গ্রেপ্তার করেছে | আপাতত তাই হুক্কা বার বন্ধ রয়েছে ।
