ভারতে রেল সফরে খাবার অর্ডার করলেন ব্রিটিশ পর্যটক, যা ঘটল তাঁর সঙ্গে, অভিজ্ঞতা জানালেন ভিডিওতে!
সূত্রে জানা গিয়েছে, তারাপীঠ, পুরী, দিঘা, মন্দারমনি, দার্জিলিং-এর একাধিক হোটেলের নাম ব্যবহার করে চলছে এই ভুয়ো ওয়েবসাইট কাণ্ড। কিছু কিছু ক্ষেত্রে আসল হোটেলের ছবি, নাম, এমনকি হেল্পলাইন নম্বরও নকল করে তৈরি করা হচ্ছে এসব সাইট, যাতে সহজে সন্দেহ না হয়। পর্যটকেরা অনলাইনে হোটেল খুঁজে সেই ভুয়ো সাইটে গিয়ে বুকিং করে ফেলছেন—কোনওটি ৫০% অগ্রিম, কোনওটি ‘সম্পূর্ণ পেমেন্ট’-এর অফারে। কিন্তু গন্তব্যে পৌঁছে দেখা যাচ্ছে, ওই নামে কোনও হোটেলই নেই, বা হোটেল কর্তৃপক্ষ জানাচ্ছেন—তাঁদের কাছে এমন কোনও বুকিং নেই, এবং কোনও টাকা তাঁরা পানওনি।
advertisement
এই প্রতারণার শিকার হয়েছেন বীরভূমের তারাপীঠ-এ বহু সাধারণ পর্যটক। হোটেল কর্তৃপক্ষ নিজেরাই প্রচার চালিয়ে মানুষকে সচেতন করছেন যেন তাঁরা ভুয়ো ওয়েবসাইট থেকে বুকিং না করেন। একই ধরনের ঘটনা ঘটছে পুরী, দিঘা, মন্দারমনি ও দার্জিলিং-এও।
রামপুরহাটের বাসিন্দা সমিরন মন্ডল এমনই এক প্রতারণার মুখে পড়তে যাচ্ছিলেন। পুরী যাওয়ার জন্য একটি হোটেলের ওয়েবসাইট দেখে বুকিং করতে গিয়ে শেষ মুহূর্তে কিছু সন্দেহ হওয়ায় আর লেনদেন করেননি। তাতেই রক্ষা পেয়েছেন।
কী ভাবে বাঁচবেন এই প্রতারণা থেকে?
- হোটেল বুকিংয়ের আগে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভাল করে যাচাই করুন
- Google Reviews, Booking.com, MakeMyTrip-এর মতো বিশ্বস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করুন
- কোনও অজানা লিঙ্কে ক্লিক করে পেমেন্ট করবেন না
- বিশেষ অফার বা ডিসকাউন্ট দেখলেই লোভে পড়বেন না
- পেমেন্টের আগে হোটেলের নম্বরে ফোন করে বুকিং যাচাই করুন
পর্যটনের আনন্দ যেন প্রতারণার তিক্ততায় বদলে না যায়, সেই জন্য সচেতন থাকাটাই এখন সবচেয়ে বড় নিরাপত্তা। অনলাইনেই হোটেল বুক করুন, কিন্তু তথ্য যাচাই না করে নয়—হোটেলের বদলে যেন ‘প্রতারণা ফাঁদ’ না বুক করেন!