পটনা: বিহারে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চলেছেন তেজস্বী যাদবই। ইঙ্গিত সিপিআইএমএল নেতা দীপঙ্কর ভট্টাচার্যর। বিহার নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ পৌঁছেছেন বিহারে।
অল্প সময়ের মধ্যেই ঘোষণা হতে পারে বিহার নির্বাচনের নির্ঘণ্ট। এই পরিস্থিতিতে বিরোধী জোটের আসন ভাগাভাগি নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে।
advertisement
নিজের নিজের মতো বিরোধী দলগুলি বৈঠকও করেছেন। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তেজস্বী যাদবের নাম ঘোষণা যে স্রেফ সময়ের অপেক্ষা সে ইঙ্গিত এদিন এক সংবাদসংস্থাকে দিয়েছেন মহাগঠবন্ধনের অন্যতম শরিক দীপঙ্কর ভট্টাচার্য।
advertisement
এখন দেখার বিজেপি– জেডিইউ জোট কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করে, নাকি অন্যান্য রাজ্যের মতোই নির্বাচনের ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 04, 2025 4:31 PM IST