TRENDING:

Howrah Food Plaza: হাওড়া স্টেশনে চালু ফুড প্লাজা, সুবিধা যাত্রীদের

Last Updated:

ফুড প্লাজার সব ব্যবস্থা খতিয়ে দেখলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: হাওড়া স্টেশনের নয়া ফুড প্লাজার খাবার কোয়ালিটি কেমন ? সরেজমিনে গিয়ে দেখলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা। দীর্ঘ ১৭ মাস পরে ফুড প্লাজা খুলে যাওয়ায় যাত্রীরা ভিড় জমাচ্ছেন ইতিমধ্যেই। বিমানবন্দরের ধাঁচেই এই ফুড লাউঞ্জ তৈরি হয়েছে। এই নতুন চেহারার সংস্কার করা ফুড প্লাজাটি ৩,১২২ বর্গফুটের উপর নির্মিত (Howrah Food Plaza)।
advertisement

হাওড়া স্টেশনের নিচতলায় পুরনো কমপ্লেক্সের একপাশে মেজানাইন ফ্লোরিং-সহ যাত্রীরা উচ্চ মানের খাবার উপভোগ করতে পারবেন। এই ফুড প্লাজায় কেমিক্যাল ছাড়া খাবার তৈরির সিদ্ধান্ত নিয়েছে নয়া সংস্থা।সুন্দরবন কো-অপারেটিভ মিল্ক অ্যান্ড লাইভস্টক ইউনিয়ন লিমিটেডের তাজা দুধ, চাল, গম, শাকসবজি থেকে খাবার তৈরি করা হবে। এ ছাড়াও এখানে চাইনিজ খাবার, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, রোলস, আইসক্রিম ইত্যাদি পাওয়া যাবে।

advertisement

আরও পড়ুন- বাগুইআটির ঘটনায় মৃত দুই ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ সুকান্ত মজুমদারকে

এই ফুড প্লাজাটি রেলওয়ে এবং আইআরসিটিসি এর মধ্যে ৪০ঃ৬০ মুনাফা ভাগাভাগির ভিত্তিতে প্রায় চার কোটি ৪২ লক্ষ টাকার বার্ষিক লাইসেন্স ফিতে পুনরায় খোলা হয়েছে। অন্যান্য বার পুজোর সময়ে যে ফুড প্লাজা গমগম করত যাত্রীদের ভিড়ে, সেই ছবি পুনরায় দেখা যাবে বলে আশাবাদী রেল ও আইআরসিটিসি উভয়েই ৷ লকডাউন অধ্যায় থেকে বন্ধ ছিল ফুডপ্লাজা ৷ তার জেরে বিপুল টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে সংস্থা। তেমনই খাবার না পেয়ে সমস্যায় পড়েছেন যাত্রীরা।

advertisement

হাওড়া ও শিয়ালদহ স্টেশনের ফুড প্লাজাকে তুলনা করা হয় বিমানবন্দরের ফুড লাউঞ্জের সাথে। কারণ একসঙ্গে অনেক যাত্রী এখানে দাঁড়িয়ে বা বসে খেতে পারেন। একই সঙ্গে খাবার নিয়ে তারা যেতেও পারেন। কার্যত এটি টেকআওয়ে সিস্টেম। যদি হাওড়া স্টেশনের ফুড প্লাজার কথাই ধরে নেওয়া যায় তাহলে প্রায় ২৭৫ জন বসে ও দাঁড়িয়ে খাবার খেতে পারেন৷ চা, কফি, ফ্রুট জুস থেকে শুরু করে ফিশ ফ্রাই, বিরিয়ানি বা ইডলি-ধোসা সবটাই মেলে এখানে।

advertisement

আরও পড়ুন- সব ঠিক আছে বুঝবেন কীভাবে? বিয়ের আগে নিজের এবং হবু স্বামী/স্ত্রীর এই মেডিক্যাল টেস্টগুলো করান

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

এক যাত্রী মৃত্যুঞ্জয় মোহান্তি জানাচ্ছেন, ‘‘এখান থেকেই খাবার কিনতাম ৷ স্টেশনে এসে দেখেছি বন্ধ ছিল এটি। আমি ভূবনেশ্বর যাতায়াত করি এবার কোথায় খাবার পাব তাই তো বুঝতে পারছিলাম না। অবশেষে ফুড প্লাজা খুলে যাওয়ায় সুবিধা হল।’’ একই ধরণের অভিযোগ নবারুণ রায়ের। তিনি জানাচ্ছেন, ‘‘দূরপাল্লার ট্রেনে যাওয়ার জন্যে সবাই স্টেশনে এসেই খাবার কেনেন। আবার সেটা মিলছে  ফলে আমাদের সমস্যা মিটল।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Howrah Food Plaza: হাওড়া স্টেশনে চালু ফুড প্লাজা, সুবিধা যাত্রীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল