বউবাজারে সুড়ঙ্গ বিপর্যয়ের কারণে দীর্ঘ সময় পেরিয়ে যায় এই ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ করতে। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ জুড়তে দীর্ঘ সময় লেগে গেল। একটা সময় প্রকল্প কার্যত অনিশ্চিত হয়ে পড়েছিল। দীর্ঘ পাঁচ বছরের চেষ্টায় সেই সমস্যা কাটিয়ে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যেও এখন মেট্রো ছোটার অপেক্ষায়। গত কয়েকমাস ধরে সেখানে চলছে ‘ট্রায়াল রান’। এখনও অবশ্য ওই অংশের অগ্নিসুরক্ষা সংক্রান্ত ছাড়পত্র মেলেনি। এরই মধ্যে আজ থেকে এসপ্ল্যানেড-শিয়ালদহ অংশে কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন সারবেন বলে জানা গিয়েছে। তাদের অনুমতি এসে গেলে, আগামী মাস থেকে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো যাত্রী পরিষেবা শুরু করে দিতে পারে।
advertisement
নোয়াপাড়া থেকে জয়হিন্দ (এয়ারপোর্ট) পর্যন্ত মেট্রোর জন্য পরিকাঠামো নির্মাণের কাজও শেষ। এই অংশ চালু হলে কবি সুভাষ-দক্ষিণেশ্বর মেট্রো রুটের যাত্রীরা নোয়াপাড়ায় নেমে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে এয়ারপোর্টে পৌঁছে যেতে পারবেন। এই মেট্রো রুট চালু হলে বিমানবন্দরে যাওয়া-আসা অনেকটাই সহজ হবে। একইভাবে রুবি-বেলেঘাটা অংশেও মেট্রো ছোটা সময়ের অপেক্ষায়। দীর্ঘদিন ধরে সিআরএস ছাড়পত্র পেয়েও এই লাইনে মেট্রো ছোটা শুরু হয়নি। এবার তা হলে কবি সুভাষে নেমে বেলেঘাটা পর্যন্ত চলে আসা যাবে সহজে। বেলেঘাটা পর্যন্ত এই রুট সম্প্রসারিত হলে যাত্রীসংখ্যা বাড়বে বলেই মনে করছেন মেট্রোর কর্তারা।
যদিও কোন কোন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী করবেন তা এখনও নিশ্চিত করে জানায়নি রেল মন্ত্রক। প্রধানমন্ত্রীর দফতর থেকেও রেলকে সুর্নিদিষ্ট ভাবে কিছু জানানো হয়নি।