অসম ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার জেলার এক সরকারি অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী জানান, অসম সরকারের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে কোচবিহার জেলায়, যেখানে তাঁর আলিপুরদুয়ারের কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “বাংলার বিষয়ে অসম হস্তক্ষেপ করছে। এটা বেআইনি। সীমারেখা লঙ্ঘন করছে তারা। আমি বলব নিজেদের চরকা তে তেল দিন।”
advertisement
তিনি আরও বলেন, “ওখানে তো মন্দির ভেঙে দিচ্ছেন। যদি ভাবেন এভাবে দেশ চালাবেন, তাহলে দেশ একদিন বিভক্ত হয়ে যাবে। চিঠিটা আবার অসমিয়া ভাষায় লেখা, যেন ইঙ্গিতপূর্ণ!”
আপনার পোস্ট অফিসে অ্যাকাউন্ট আছে? তাহলে এখনই এটা করুন, নইলে অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ হয়ে যাবে!
ইকোপার্কে ঘুরতে এসে মর্মান্তিক পরিণতি! নিউটাউনে গেস্ট হাউজে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করল স্বামী!
সীমা ছাড়াচ্ছে অসম? কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলির উদ্দেশে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়
‘বাংলা ভাষায় কথা বললেই অপরাধ’! ভাষা-সন্ত্রাসের অভিযোগ মমতার
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, হরিয়ানা থেকে একটি সন্দেহজনক চিঠি এসেছে যেখানে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং মুর্শিদাবাদ জেলার বেশ কিছু নাগরিকের নাম উল্লেখ করে তাদের “ভেরিফাই” করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “এরা কি চাইছে বাংলা দখল করতে? ভাষা সন্ত্রাস চলছে? মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “এইভাবে যদি ভাবেন জিতবেন, তাহলে ভুল। কালই জনবিস্ফোরণ হয়ে গেছে। ওই চিঠিতে ৫২ জনের নাম রয়েছে। এটা কি ফ্যাসিবাদ নয়?”
উত্তর-পূর্ব ভারতে ব্যর্থ বিজেপি নেতাদের কটাক্ষ
মুখ্যমন্ত্রীর আক্রমণ থেকে বাদ যায়নি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। তিনি বলেন, “মনিপুরকে তো আপনি কন্ট্রোলই করতে পারলেন না। অথচ আপনি উত্তর-পূর্বের দায়িত্বে!” তিনি বলেন, আরও একজন কেন্দ্রীয় মন্ত্রী যিনি উত্তর-পূর্বের দায়িত্বপ্রাপ্ত, তিনি তো মনিপুরে যাওয়ারই সাহস পান না।
‘বাংলা এক নম্বরে ছিল, থাকবে’ — বিজেপিকে চ্যালেঞ্জ মমতার
মুখ্যমন্ত্রী দাবি করেন, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই সমস্যা তৈরি করা হচ্ছে। অথচ বাংলা নিজে বহুভাষাকে সম্মান করে। তাঁর মন্তব্য, “এটা তো ভারতীয় নাগরিকদের অধিকার, তাঁরা যে কোনও জায়গায় কাজ করতে পারেন। তাহলে বিজেপি শাসিত রাজ্যে গেলে সমস্যা কেন?”
তিনি উদাহরণ দিয়ে বলেন, “গুজরাট থেকে একজনকে শিকলে বেঁধে আনা হয়েছিল। তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল। এটা কোন ভারতীয়তা?”
শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়ে বলেন, “বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? আগে নিজের রাজ্য সামলান, তারপর বাংলার দিকে তাকাবেন। বাংলা এক নম্বরে ছিল, এক নম্বরেই থাকবে।”