শিক্ষা দফতর সূত্রের খবর, কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে এখনও একমত নয় রাজ্য! উচ্চ মাধ্যমিকের ২ টি সেমেস্টারের নম্বরকেই সমান গুরুত্ব দিয়ে পড়ুয়াদের মূল্যায়ন করতে চায় রাজ্য।
আরও পড়ুন: চেক-এর পিছনে সই তো করেন, কিন্তু কেন করেন জানেন? স্বাক্ষর না করলেই বা কী হবে?
ইতিমধ্যেই কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে, ২টি সেমেস্টারে বোর্ড পরীক্ষা হলেও যে সেমেস্টারে বেশি নম্বর থাকবে সেই নম্বরকেই গণ্য করা হবে। কিন্তু, কেন্দ্রের এই নিয়ম মানতে নারাজ রাজ্য তথা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই CBSE, ICSE বোর্ড সেই পথে হাঁটলেও রাজ্য তার সঙ্গে একমত নয়।
advertisement
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকদের মতে, ২ টো সেমেস্টারকেই সমান গুরুত্ব না দিলে পড়ুয়াদের মধ্যে পরীক্ষা দেওয়ার আগ্রহ কমে যেতে পারে। দুটি সেমেস্টারকেই ৫০-৫০ গুরুত্ব দিয়ে পড়ুয়াদের মূল্যায়ন করার পক্ষপাতী রাজ্য। সূত্রের খবর, ইতিমধ্যেই, এই বিষয় নিয়ে একপ্রস্থ বৈঠক করেছে রাজ্যর।
আরও পড়ুন: চাঁদ থেকে এল টাটকা ভিডিও! দেখুন কেমন করে বিক্রমের পেট থেকে বেরিয়ে অভিযানে নামল প্রজ্ঞান
২০২৪-২৫ শিক্ষাবর্ষে যাঁরা একাদশ শ্রেণিতে ভর্তি হবেন এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যাঁরা উচ্চমাধ্যমিক দেবেন, তাঁদের সময় থেকেই সেমেস্টার পদ্ধতিতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।