Chandrayaan 3: চাঁদ থেকে এল টাটকা ভিডিও! দেখুন কেমন করে বিক্রমের পেট থেকে বেরিয়ে অভিযানে নামল প্রজ্ঞান
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, ‘সব কাজকর্ম সময় অনুযায়ীই চলছে৷ সমস্ত সিস্টেমই নরম্যাল আছে৷ ল্যান্ডার মডিউলের ILSA, RAMBHA এবং ChaSTE কে সক্রিয় করা হয়েছে৷ রোভারও চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে ফেলেছে৷ প্রোপালশন মডিউলেক SHAPE পে লোড-কে রবিবার সক্রিয় করা হয়েছে৷’
বেঙ্গালুরু: সেই মুহূর্ত৷ সেই ছবি৷ ঠিক যখন, ল্যান্ডার ‘বিক্রম’-এর পেট থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে চন্দ্রপৃষ্ঠে প্রথম পা রাখল রোভার ‘প্রজ্ঞান’, তার পর এগিয়ে গেল নতুন অভিযানে৷ এবার সেই মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আনল ইসরো৷ প্রকাশ করা হল ইসরোর অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে৷
এছাড়াও, গত ২৩ অগাস্ট চাঁদের মাটি ছোঁয়ার ঠিক আগের মুহূর্তের ভিডিওটিও শেয়ার করেছে ভারতের মহাকাশ গবেষণাকারী সংস্থা৷ ভিডিওটি ল্যান্ডার ‘বিক্রমে’র ইমেজার ক্যামেরা মারফত উঠেছে বলে জানিয়েছে ইসরো৷
advertisement
Chandrayaan-3 Mission:
All activities are on schedule.
All systems are normal.🔸Lander Module payloads ILSA, RAMBHA and ChaSTE are turned ON today.
🔸Rover mobility operations have commenced.
🔸SHAPE payload on the Propulsion Module was turned ON on Sunday.
— ISRO (@isro) August 24, 2023
advertisement
Here is how the Lander Imager Camera captured the moon’s image just prior to touchdown. pic.twitter.com/PseUAxAB6G
— ISRO (@isro) August 24, 2023
… … and here is how the Chandrayaan-3 Rover ramped down from the Lander to the Lunar surface. pic.twitter.com/nEU8s1At0W
— ISRO (@isro) August 25, 2023
advertisement
ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, ‘সব কাজকর্ম সময় অনুযায়ীই চলছে৷ সমস্ত সিস্টেমই নরম্যাল আছে৷ ল্যান্ডার মডিউলের ILSA, RAMBHA এবং ChaSTE কে সক্রিয় করা হয়েছে৷ রোভারও চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে ফেলেছে৷ প্রোপালশন মডিউলেক SHAPE পে লোড-কে রবিবার সক্রিয় করা হয়েছে৷’
advertisement
গত ২৩ অগাস্ট ভারতীয় সময় সন্ধে ৬ টা বেজে ৪ মিনিটে চাঁদের মাটিতে সফল ভাবে অবতরণ করে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রম৷ এরপরে কিছুক্ষণ বিশ্রাম৷ তারপরে চাঁদে ভোর হতেই বিক্রমের ভিতর থেকে বেরিয়ে আসে রোভার ‘প্রজ্ঞান’৷ আগামী ১৪ দিন তাঁদে চন্দ্রদিন থাকা অবস্থায় সূর্যালোকের শক্তিতে বলিয়ান হয়ে চাঁদের বিভিন্ন নমুনা সংগ্রহ করে এই প্রজ্ঞান৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Karnataka
First Published :
August 25, 2023 12:05 PM IST