Chandrayaan 3: চাঁদ থেকে এল টাটকা ভিডিও! দেখুন কেমন করে বিক্রমের পেট থেকে বেরিয়ে অভিযানে নামল প্রজ্ঞান

Last Updated:

ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, ‘সব কাজকর্ম সময় অনুযায়ীই চলছে৷ সমস্ত সিস্টেমই নরম্যাল আছে৷ ল্যান্ডার মডিউলের ILSA, RAMBHA এবং ChaSTE কে সক্রিয় করা হয়েছে৷ রোভারও চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে ফেলেছে৷ প্রোপালশন মডিউলেক SHAPE পে লোড-কে রবিবার সক্রিয় করা হয়েছে৷’

বেঙ্গালুরু: সেই মুহূর্ত৷ সেই ছবি৷ ঠিক যখন, ল্যান্ডার ‘বিক্রম’-এর পেট থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে চন্দ্রপৃষ্ঠে প্রথম পা রাখল রোভার ‘প্রজ্ঞান’, তার পর এগিয়ে গেল নতুন অভিযানে৷ এবার সেই মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আনল ইসরো৷ প্রকাশ করা হল ইসরোর অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে৷
এছাড়াও, গত ২৩ অগাস্ট চাঁদের মাটি ছোঁয়ার ঠিক আগের মুহূর্তের ভিডিওটিও শেয়ার করেছে ভারতের মহাকাশ গবেষণাকারী সংস্থা৷ ভিডিওটি ল্যান্ডার ‘বিক্রমে’র ইমেজার ক্যামেরা মারফত উঠেছে বলে জানিয়েছে ইসরো৷
advertisement
advertisement
advertisement
ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, ‘সব কাজকর্ম সময় অনুযায়ীই চলছে৷ সমস্ত সিস্টেমই নরম্যাল আছে৷ ল্যান্ডার মডিউলের ILSA, RAMBHA এবং ChaSTE কে সক্রিয় করা হয়েছে৷ রোভারও চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে ফেলেছে৷ প্রোপালশন মডিউলেক SHAPE পে লোড-কে রবিবার সক্রিয় করা হয়েছে৷’
advertisement
গত ২৩ অগাস্ট ভারতীয় সময় সন্ধে ৬ টা বেজে ৪ মিনিটে চাঁদের মাটিতে সফল ভাবে অবতরণ করে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রম৷ এরপরে কিছুক্ষণ বিশ্রাম৷ তারপরে চাঁদে ভোর হতেই বিক্রমের ভিতর থেকে বেরিয়ে আসে রোভার ‘প্রজ্ঞান’৷ আগামী ১৪ দিন তাঁদে চন্দ্রদিন থাকা অবস্থায় সূর্যালোকের শক্তিতে বলিয়ান হয়ে চাঁদের বিভিন্ন নমুনা সংগ্রহ করে এই প্রজ্ঞান৷
বাংলা খবর/ খবর/দেশ/
Chandrayaan 3: চাঁদ থেকে এল টাটকা ভিডিও! দেখুন কেমন করে বিক্রমের পেট থেকে বেরিয়ে অভিযানে নামল প্রজ্ঞান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement