আরও পড়ুন: কেরল পেরিয়ে এবার বাংলাতেও থাবা বসাল নিপা ভাইরাস !
নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে কেরল থেকে বহরুমপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে দু’জনকে ৷ সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল কলেজে তাদের দু’জনকেই স্থানান্তরিত করা হয়েছে ৷ তাদের রক্তের নমুনা সংগ্রহ করে অন্যত্র পাঠানো হয়েছে পরীক্ষা নিরীক্ষার জন্য ৷ সাধারণ ফ্লু-এর উপসর্গের সঙ্গে নিপা ভাইরাসের উপসর্গের মিল থাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে ৷ নমুনা পরীক্ষার পরই জানা যাবে, তারা আদৌ নিপা ভাইরাসে আক্রান্ত কি না ৷
advertisement
আরও পড়ুন: তারুণ্যে জোর সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীতে ৪ নতুন মুখ
তবে রাজ্য জুড়ে সতর্কতা জারি করা হয়েছে ৷ জ্বর, মাথাব্যাথা, বমি ভাব- নিপার উপসর্গ দেখা দেওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয় ৷ তারা কিছুদিন আগেই কেরলে নিপা ভাইরাস সংক্রমিত এলাকায় গিয়েছিলেন বলে খবর ৷ হাসপাতালে আপাতত চিকিৎসাধীন আছেন তারা দু’জনেই ৷