TRENDING:

Haridevpur Shoot Out Update: সম্পর্কের টানাপোড়েনে হরিদেবপুরে চলেছিল গুলি, ঘটনায় গ্রেফতার শ্যুটার, উদ্ধার খুনের চেষ্টায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র

Last Updated:

হরিদেবপুরকাণ্ডে গ্রেফতার শুটার। হরিদেবপুরে গুলির ঘটনায় ধৃত বেড়ে ২। গ্রেফতার শ্যুটার বাপ্পা দাস। গতকালই আটক করা হয়েছে মূল অভিযুক্ত বাবলু ঘোষকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলাকে লক্ষ করে গুলি চালায় বাপ্পা! বাপ্পার সঙ্গে যোগাযোগ করে বাবলু! টাকার বিনিময়ে শুটার বাপ্পার সঙ্গে রফা হয়! খুনের চেষ্টায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে কবরডাঙায় খালপাড় থেকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  সোমবার সাতসকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলকাতায়! সকাল-সকাল শ্যুটআউট! সকাল ৬.২০ নাগাদ হরিদেবপুরে মহিলাকে লক্ষ্য করে চলে গুলি। মহিলার পিঠে গুলি লাগে, তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা যায়, ২ যুবক বাইক চালিয়ে আসে, গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হন বছর ৩৮-এর মৌসুমী হালদার।
Kolkata Haridevpur Crime
Kolkata Haridevpur Crime
advertisement

হরিদেবপুরকাণ্ডে গ্রেফতার শুটার। হরিদেবপুরে গুলির ঘটনায় ধৃত বেড়ে ২। গ্রেফতার শ্যুটার বাপ্পা দাস। গতকালই আটক করা হয়েছে মূল অভিযুক্ত বাবলু ঘোষকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলাকে লক্ষ করে গুলি চালায় বাপ্পা! বাপ্পার সঙ্গে যোগাযোগ করে বাবলু! টাকার বিনিময়ে শুটার বাপ্পার সঙ্গে রফা হয়! খুনের চেষ্টায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে কবরডাঙায় খালপাড় থেকে।

advertisement

আরও পড়ুন:বইপ্রেমীদের অপেক্ষার অবসান, ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বইমেলা

আরও পড়ুন:সোশ্যাল মিডিয়া ইউনিট এবার জেলায় জেলায়, সমাজ মাধ্যমে বিশেষ জোর দেওয়ার সিদ্ধান্ত নবান্নের

পুলিশ সূত্রে খবর, হরিদেবপুর কালীপদ মুখার্জি রোডে, সকাল ৬.১৫ নাগাদ দুই যুবক মৌসুমী হালদারের পথ আটকায়, তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়, তার পরই একজন বন্দুক বার করে! বন্দুক দেখে পালাতে গেলে মৌসুমীর পিঠে গুলি লাগে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই গুলি চালানো হয়েছে। দুষ্কৃতীরা পলাতক। সাতসকালে এমন কাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তদন্তে নামে পুলিশ। আহত মৌসুমি হালদার একটি ছোট দোকান চালান৷ ঘটনাস্থলের সামনেই বাড়ি স্থানীয় বাসিন্দা নন্দিতা গুহঠাকুরতার। তিনি বলেন, ” সকালে হঠাৎ টায়ার ফাটার মতো একটা বিকট শব্দ কানে আসে, তার পর আহত মহিলার আর্তনাদ শুনে বাইরে বেরিয়ে এসে দেখি মাটিতে একজন মহিলা পড়ে রয়েছেন।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

জানা যায়, সম্পর্কে টানাপোড়েনেই হরিদেবপুরে গুলি চলে! অভিযুক্ত বাবলুর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে মৌসুমীর বাড়িতে অশান্তি! বাবলুর সঙ্গে সম্পর্ক ভাঙার চেষ্টা করেন মৌসুমী আর তাতেই ঘটে বিপত্তি। সোমবার মৌসুমী মর্নিংওয়াকে বেরোলে হামলা চালায় অভিযুক্ত, পিছু ধাওয়া করে গুলি চালিয়ে পালায়।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Haridevpur Shoot Out Update: সম্পর্কের টানাপোড়েনে হরিদেবপুরে চলেছিল গুলি, ঘটনায় গ্রেফতার শ্যুটার, উদ্ধার খুনের চেষ্টায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল