আরও পড়ুন: দশের পরই সোজা কুড়ি টাকা! শিয়ালদহ মেট্রোর টিকিট-মূল্য নিয়ে নেটপাড়ায় তরজা
তিনিই জানিয়েছেন, হাফিজুলের মোবাইল থেকেও উদ্ধার হয়েছে একাধিক তথ্য। সবচেয়ে বড় কথা হাফিজুলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট ১১টি সিম কার্ড। সেই সিম কার্ড কেন ব্যবহার করা হয়েছে, তা নিয়ে নানারকম তথ্য উঠে আসছে। পাশাপাশি, হাফিজুল নাকি একের পর এক ছবি তুলেছিল মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকার। যে মোবাইল ফোন ব্যবহার করা হয়েছিল, সেটি হাফিজুলের ফোন থেকে উদ্ধার করা হয়েছে। সেই ছবি সে বিভিন্ন মানুষকে পাঠাতো। পাশাপাশি, এলাকার বাচ্চাদের নিয়মিত লজেন্স দিত, যাতে স্থানীয় স্তর থেকে খবর পাওয়া যায়। এর পরে সে নাকি এক বার নৌকা করে বাংলাদেশেও চলে গিয়েছিল, শুধু বাংলাদেশ নয়, তার যাতায়াত ছিল, বিহার ও ঝাড়খণ্ডে। সাম্প্রতিক কালে একটি ফুটবলের অনুষ্ঠান হয়েছিল ওই এলাকায়, সেখানেও নাকি দর্শকদের মধ্যে ওই হাফিজুলকে দেখা গিয়েছিল।
advertisement
আরও পড়ুন: দশের পরই সোজা কুড়ি টাকা! শিয়ালদহ মেট্রোর টিকিট-মূল্য নিয়ে নেটপাড়ায় তরজা
আদালতে তোলার পর আগামী ১৮ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। হাফিজুলের আইনজীবী বলেছেন, মার্চ মাস থেকেই কালিঘাট চত্ত্বরে জাতায়াত শুরু করেছিল হাফিজুল। তখন থেকেই শুরু হয়েছিল নজরদারির কাজ।
সুশোভন ভট্টাচার্য