TRENDING:

বিরাট খবর! মে মাসেই পঞ্চায়েতের নির্ঘণ্ট? মুখ্যসচিবের নির্দেশের পরেই বাড়ছে জল্পনা

Last Updated:

মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরে যেন কোনও কাজ না পড়ে থাকে, জেলাশাসক, এসডিও,বিডিওদের উপস্থিতিতেই নির্দেশ মুখ্য সচিবের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরই পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট? বুধবার মুখ্য সচিবের নির্দেশ ঘিরে তেমনটাই জল্পনা। নবান্ন সূত্রে খবর এদিন জেলাশাসক, এসডিওদের উপস্থিতিতেই মুখ্যসচিব জানান মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরে যেন আর কোন কাজ না পড়ে থাকে। আর এই নির্দেশের পরপরই শুরু হয়েছে জল্পনা। দুয়ারে সরকার নিয়ে নিয়ে এদিন প্রায় দেড় ঘণ্টা জেলাশাসক, বিডিও, এসডিও দের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব । সেই বৈঠকেই যে পরিষেবা গুলিতে সরাসরি ব্যাংক একাউন্টে টাকা পাঠানো হবে সেই পরিষেবা গুলি যাতে ২০ এপ্রিলের মধ্যে শেষ করে দেওয়া হয়।
নবান্নের বৈঠক
নবান্নের বৈঠক
advertisement

পাশাপাশি এই দিনের বৈঠকে মুখ্য সচিব নির্দেশ দেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে সমস্ত অভিযোগগুলি হয়েছে সেই অভিযোগগুলি যাতে দ্রুত নিষ্পত্তি করা হয়। বিশেষত দুয়ারী সরকার শুরু হবার পরপরই লক্ষ্মীর ভান্ডার নিয়ে এখনো পর্যন্ত প্রায় তিন লক্ষ অভিযোগ নিষ্পত্তি বাকি রয়েছে। সেই নিষ্পত্তি গুলি যাতে দ্রুত করে দেওয়া হয় সেই বিষয়েও এদিনের বৈঠকে জেলাশাসকদের নির্দেশ দেন মুখ্য সচিব বলেই নবান্ন সূত্রে খবর।প্রসঙ্গত সোমবারই শেষ হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পগুলো এর মাধ্যমে পরিষেবা দেওয়ার জন্য আবেদন পত্র নেওয়ার কাজ। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে পরিষেবা দেওয়ার প্রক্রিয়া।

advertisement

ইতিমধ্যেই পরিষেবা দেওয়ার সময়সীমা তথা দুয়ারে সরকারের সময়সীমা ২০ এপ্রিল থেকে বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কীভাবে পরিষেবা দেওয়া যেতে পারে তা নিয়েই মূলত এদিনের বৈঠকে বিশেষ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে পরিষেবা কিভাবে দিতে হবে তা নিয়ে বিস্তারিত গাইডলাইন নবান্নের তরফে দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর বুথ ভিত্তিক ৯৪৩৭৭ টি শিবির করা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের জন্য। মোট ৫৮ লক্ষেরও বেশি মানুষ অংশ নিয়েছে এই শিবির গুলিতে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে ৩২ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। লক্ষীর ভান্ডার এর জন্য আবেদন এসেছে ৫ লক্ষ ৯১ হাজারেরও বেশি। স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য ৩ লক্ষ ৪২ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে।

advertisement

আরও পড়ুন - রাজভবনে পালিত হবে ‘বাংলার নববর্ষ’, সেদিন থেকেই সাধারণের জন্য উন্মুক্ত হবে রাজভবন

আরও পড়ুন - শুষ্ক গরম, কলকাতায় লাফিয়ে বাড়বে তাপমাত্রা, শহর পুড়ছে ৩৮ ডিগ্রিতে, বাঁকুড়ায় প্রায় ৪০

বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পে সব থেকে বেশি আবেদন জমা পড়েছে। এই প্রকল্পে ১১ লক্ষ ১৭ হাজার ২৮২টি আবেদন জমা পড়েছে। নবান্ন সূত্রে খবর সব থেকে বেশি আবেদন এবং দুয়ারে সরকার শিবিরে অংশ নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা থেকে। এবারের দুয়ারে সরকার ক্যাম্পে মোট ৩৩ টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পেরেছেন সাধারণ মানুষ। মনে করা হচ্ছে এই দিনের এই বৈঠকে দুয়ারে সরকার ক্যাম্পগুলির মাধ্যমে পরিষেবা কে আরো সহজতর কিভাবে গড়ে তোলা যায় তা নিয়ে বেশ কিছু রূপরেখা তৈরি করে দিতে পারে নবান্ন। পরিষেবা দেওয়ার জন্য প্রায় ১ লক্ষ ক্যাম্প তৈরি করার টার্গেট দেওয়া হয়েছে ইতিমধ্যে নবান্নের তরফে জেলাগুলিকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিরাট খবর! মে মাসেই পঞ্চায়েতের নির্ঘণ্ট? মুখ্যসচিবের নির্দেশের পরেই বাড়ছে জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল